R G Kar Case Kolkata Police: ‘রাতটা কি শম্পারও ছিল না!,’ রক্তাক্ত-আহত মহিলাকর্মীর ছবি প্রকাশ্যে এনে প্রশ্ন পুলিশের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত বুধবার ‘মেয়েদের রাত দখলের’ দিন রাজ্যজুড়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন সমাজের সর্বস্তরের, সব বয়সের মহিলারা৷ পা মিলিয়েছিলেন পুরুষেরাও৷ কিন্তু, ওই দিনও অশান্তির ঘটনা ঘটে দু’ একটি জায়গায়৷ তার মধ্যে আরজি কর হাসপাতালের ব্যারিকেড ভেঙে তাণ্ডব চালানোর ঘটনা সারা ফেলে দেয় সর্বত্র৷
কলকাতা: ‘রাতটা কি শম্পারও ছিল না? ও-ও তো কর্মস্থলেই ছিল!’ মেয়েদের রাত দখলের রাতে কর্তব্যরত অবস্থায় এক মহিলা পুলিশকর্মীর রক্তাক্ত হওয়ার ঘটনা এবার সামনে আনল রাজ্য পুলিশ৷ প্রশ্ন তুলল, ‘রাতটা তো শম্পারও ছিল…’
এদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে রাজ্য পুলিশের তরফে লেখা হয়েছে, গত ১৪ অগাস্ট ‘রাতটা মেয়েদের হওয়ার কথা ছিল৷ কর্মস্থলে নিরাপত্তার দাবিতে রাস্তা পুন্র্দখল করতে চাওয়া হয়েছিল৷ নিজের কর্মস্থলে এক তরুণী যে ভাবে নির্যাতিতা হয়েছেন, তার স্মরণেই ছিল এই কর্মসূচি’৷
‘আমাদের সহকর্মী শম্পা প্রামাণিক বিধাননগর পুলিশ কমিশনারেটে কর্মরত৷ গত ১৪ অগাস্ট রাতে যাঁরা পথে নেমেছিলেন, তাঁদের নিরাপত্তার স্বার্থে কর্তব্যরত ছিলেন বাগুইআটিতে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘এটা জ্যোতিবাবু, বুদ্ধবাবুর পুলিশ নয়,’ উপ নির্বাচনের জন্যই সবকিছু? সন্দেশখালি মনে করালেন মমতা
এমন সময় হঠাৎ করেই বিনা প্ররোচনায়, এক ঝাঁক ইট পাটকেলের টুকরো ভিড়ের মধ্যে থেকে উড়ে এল পুলিশের দিকে৷ তার মধ্যেই একটা সজোরে লাগে শম্পার মুখে৷ এই পোস্টের সঙ্গে থাকা ছবিটি ওই ঘটনারই কয়েক মিনিট পরে তোলা৷
advertisement
Wasn’t the night Shampa’s too?
It was meant to be a night for women, when they reclaimed the streets demanding safety at the workplace, in memory of a young woman who fell victim to a horrifying tragedy at her own workplace…(1/4)
— West Bengal Police (@WBPolice) August 16, 2024
advertisement
ঘটনায় আমরা ৫ জনকে গ্রেফতার করেছি৷ আমরা তাদের শাস্তি দেওয়ারও চেষ্টা করব৷
কিন্তু, প্রশ্নটা হচ্ছে, এটা কি শম্পারও রাত ছিল না?’
আরও পড়ুন: প্রমাণ লোপাট করতে আরজি করে ভাঙচুর করেছে বাম-বিজেপি, দাবি মমতার
গত বুধবার ‘মেয়েদের রাত দখলের’ দিন রাজ্যজুড়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন সমাজের সর্বস্তরের, সব বয়সের মহিলারা৷ পা মিলিয়েছিলেন পুরুষেরাও৷ কিন্তু, ওই দিনও অশান্তির ঘটনা ঘটে দু’ একটি জায়গায়৷ তার মধ্যে আরজি কর হাসপাতালের ব্যারিকেড ভেঙে তাণ্ডব চালানোর ঘটনা সারা ফেলে দেয় সর্বত্র৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 16, 2024 8:54 PM IST