New Panchayat Minister of Bengal: সুব্রতর পঞ্চায়েত সামলাবেন পুলক, নতুন দায়িত্বে অমিত মিত্র, রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শারীরিক কারণেই অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন অমিত মিত্র৷ আপাতত অর্থ দফতর থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে৷
#কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল করা হল৷ নবান্ন সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর গুরুত্বপূর্ণ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে পুলক রায়কে (New Panchayat Minister Pulak Roy)৷ তিনি জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্বে ছিলেন৷ পঞ্চায়েত দফতরের সম্ভাব্য প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না৷ এ ছাড়াও সাধন পাণ্ডে অসুস্থ থাকায় ক্রেতা সুরক্ষা দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভুঁইয়াকে (Manas Bhunia)৷ তিনি বর্তমানে জলসম্পদ দফতরের দায়িত্বে রয়েছেন৷
শারীরিক কারণেই অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন অমিত মিত্র৷ আপাতত অর্থ দফতর থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে৷ অর্থ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে৷ অমিত মিত্রকে (Amit Mitra) মুখ্যমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা করা হয়েছে৷
advertisement
advertisement
এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই মন্ত্রীদের নতুন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে৷ এ ছাড়াও আরও বেশ কয়েকটি দফতরের মন্ত্রীদের দায়িত্ব নতুন করে বণ্টন করা হয়েছে৷ শিল্প পুনর্গঠনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ শশী পাঁজাকে নারী ও সমাজকল্যাণের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দফতরের অতিরিক্ত ভার দেওয়া হয়েছে৷ যদিও মন্ত্রীদের নতুন দায়িত্ব বণ্টনের পর তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে৷
advertisement
সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে জোর জল্পনা ছিল৷ শেষ পর্যন্ত এই গুরুদায়িত্বের জন্য উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ককেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত পঞ্চায়েত দফতরের সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্বও সামলাতেন সুব্রত৷ তৃতীয় বার সরকার গঠনের পর পঞ্চায়েত এবং জনস্বাস্থ্য দফতরের জন্য আলাদা আলাদা মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়৷ এবার সুব্রতর মতোই জোড়া দায়িত্ব সামলাতে হবে পুলক রায়কে৷
advertisement
অমিত মিত্র অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়লেও তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ অমিত মিত্রকে যে সরকারের উপদেষ্টা করা হতে পারে, অনেক দিন ধরেই রাজ্য প্রশাসন এবং শাসক দল সূত্রে সেই খবর ছিল৷ মুখ্যমন্ত্রী প্রধান আর্থিক উপদেষ্টা হিসেবে পূর্ণমন্ত্রীর সমান মর্যাদাই পাবেন অমিত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2021 4:31 PM IST