সাউথ পয়েন্ট থেকে প্রেসিডেন্সি, কলকাতাতেই জড়িয়ে নোবেলজয়ী অভিজিতের ছেলেবেলা
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য যে মেন্টর গ্রুপ গঠন করেছিলেন, সেই কমিটিরও সদস্য অভিজিত্ বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা : ১৪ অক্টোবর বাঙালির জন্য জোড়া সুখবর৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় বসতে চলেছেন, তখন অর্থনীতিতে ফের নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এসথার ডাফলো৷ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র তিনি৷ পড়েছেন প্রেসিডেন্সি কলেজ ও পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে৷ পিএইচডি করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে৷
মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য যে মেন্টর গ্রুপ গঠন করেছিলেন, সেই কমিটিরও সদস্য অভিজিত্ বন্দ্যোপাধ্যায়৷ ৫৮ বছর বয়সি অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বর্তমানে ম্যাসাচুসেটস ইন্সস্টিটিউট অফ টেকনোলজি-তে অর্থনীতির অধ্যাপক৷
স্কুলের গণ্ডি পেরিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তিনি৷ ১৯৮১ সালে বিএস ডিগ্রি শেষ করে অর্থনাীতি নিয়ে পড়াশোনা করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে৷ ১৯৮৩ সালে এমএ পাস করেন৷ ১৯৮৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন৷ ভারতীয় হলেও বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক৷
advertisement
advertisement
অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রথমে বিয়ে করেন এমআইটি-র অধ্যাপিকা অরুন্ধতী তুলি বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁরা একসঙ্গেই কলকাতায় বড় হয়েছিলেন৷ অরুন্ধতী তাঁর বাল্যকালের বন্ধু৷ ১৯৯১ সালে তাঁরা এক পুত্র সন্তানের জন্ম দেন৷ তাঁর নাম কবীর বন্দ্যোপাধ্যায়৷ পরে অভিজিত্ ও অরুন্ধতীর বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ অভিজিতের বর্তমান স্ত্রী এসথার ডাফলো-রও এক সন্তান রয়েছেন৷ ২০১২ সালে তাঁদের সন্তানের জন্ম হয়৷ দীর্ঘ দিন লিভ ইন করার পর ২০১৫ সালে আনুষ্টানিক ভাবে বিয়ে করে অভিজিত্ ও এসথার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
October 14, 2019 4:40 PM IST