সাউথ পয়েন্ট থেকে প্রেসিডেন্সি, কলকাতাতেই জড়িয়ে নোবেলজয়ী অভিজিতের ছেলেবেলা

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য যে মেন্টর গ্রুপ গঠন করেছিলেন, সেই কমিটিরও সদস্য অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়৷

#কলকাতা : ১৪ অক্টোবর বাঙালির জন্য জোড়া সুখবর৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় বসতে চলেছেন, তখন অর্থনীতিতে ফের নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এসথার ডাফলো৷ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র তিনি৷ পড়েছেন প্রেসিডেন্সি কলেজ ও পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে৷ পিএইচডি করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে৷
মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য যে মেন্টর গ্রুপ গঠন করেছিলেন, সেই কমিটিরও সদস্য অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়৷ ৫৮ বছর বয়সি অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বর্তমানে ম্যাসাচুসেটস ইন্সস্টিটিউট অফ টেকনোলজি-তে অর্থনীতির অধ্যাপক৷
স্কুলের গণ্ডি পেরিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তিনি৷ ১৯৮১ সালে বিএস ডিগ্রি শেষ করে অর্থনাীতি নিয়ে পড়াশোনা করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে৷ ১৯৮৩ সালে এমএ পাস করেন৷ ১৯৮৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন৷ ভারতীয় হলেও বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক৷
advertisement
advertisement
অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রথমে বিয়ে করেন এমআইটি-র অধ্যাপিকা অরুন্ধতী তুলি বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁরা একসঙ্গেই কলকাতায় বড় হয়েছিলেন৷ অরুন্ধতী তাঁর বাল্যকালের বন্ধু৷ ১৯৯১ সালে তাঁরা এক পুত্র সন্তানের জন্ম দেন৷ তাঁর নাম কবীর বন্দ্যোপাধ্যায়৷ পরে অভিজিত্‍ ও অরুন্ধতীর বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ অভিজিতের বর্তমান স্ত্রী এসথার ডাফলো-রও এক সন্তান রয়েছেন৷ ২০১২ সালে তাঁদের সন্তানের জন্ম হয়৷ দীর্ঘ দিন লিভ ইন করার পর ২০১৫ সালে আনুষ্টানিক ভাবে বিয়ে করে অভিজিত্‍ ও এসথার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সাউথ পয়েন্ট থেকে প্রেসিডেন্সি, কলকাতাতেই জড়িয়ে নোবেলজয়ী অভিজিতের ছেলেবেলা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement