Bus Accident: রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা, টালা ব্রিজের কাছে উল্টে গেল বেসরকারি বাস! বরাতজোরে রক্ষা যাত্রীদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sourav Tewari
Last Updated:
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে চিৎপুর থানার পুলিশ৷
কলকাতা: ফের শহরের পথে দুর্ঘটনার কবলে পড়ল বেপরোয়া বাস৷ বি টি রোডের উপরে উল্টে গেল একটি বেসরকারি বাস৷ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী৷ আহতদের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে চিৎপুর থানার পুলিশ৷ উল্টে যাওয়া বাসের ভিতর থেকে একে একে আটকে পড়া যাত্রীদের বের করে এনে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷
advertisement
advertisement
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাস চালক৷ যদিও বাসের চালক, কন্ডাক্টরকে পুলিশ আটক করতে পেরেছে কি না, তা এখনও জানা সম্ভব হয়নি৷ তবে বেপরোয়া বাসের দৌরাত্ম যে শহরে চলছে, এই দুর্ঘটনায় ফের তা স্পষ্ট হয়ে গেল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 10:55 PM IST