TET Scam | Shantanu Banerjee: 'প্রভাবশালী' ব্য়ক্তিদের কথাতেই নাকি 'চাকরি বিক্রির' পসার! ED-র কাছে বিস্ফোরক দাবি শান্তনুর

Last Updated:

জানা গিয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীয়ের অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকার হদিস পেয়েছেন তদন্তকারীরা। সব মিলিয়ে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা: যা করেছেন, তা তিনি একা করেননি। দুর্নীতির পিছনে তাঁর একার মাথাই কাজ করছিল না। যা করছিলেন, 'প্রভাবশালীদের' কথা শুনেই করছিলেন। ইডি-র জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল বন্দ্য়োপাধ্য়ায়ের। এছাড়াও, শান্তনু ও তাঁর স্ত্রীয়ের সংস্থার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকার হদিস পেয়েছে ইডি। দাবি গোয়েন্দা সংস্থা সূত্রের।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে বহু আগে থেকেই ইডি-র রেডারে ছিলেন হুগলির বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল বন্দ্যোপাধ্য়ায়। এমনকি, গত ২০ জানুয়ারি তাঁর বাড়িতে হানাও দিয়েছিল ইডি। সেখানে মিলেছিল টেট-এর ওএমআর শিটের জেরক্স, প্রার্থী তালিকার মতো নথি। এরপরেও একাধিক বার শান্তনুকে তলব করে ইডি। অবশেষে গত সপ্তাহে গ্রেফতারি।
আরও পড়ুন: "প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব", কমিশনকে আবারও হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার, কিন্তু কেন?
শান্তনুর গ্রেফতারির পর থেকে নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসছে একের পর এক তথ্য়। সূত্রের খবর, সম্প্রতি জানা গিয়েছে, জেরা চলাকালীন ইডি-র প্রশ্নের উত্তরে এই বহিষ্কৃত তৃণমূল নেতা দাবি করেছেন, তিন যা করেছেন, তা কয়েক জন প্রভাবশালীর নির্দেশে কাজ করেছেন।
advertisement
advertisement
এখানেই শেষ নয়। উপরমহল থেকে নির্দেশ আসার পরে বহিষ্কৃত যুবতৃণমূল নেতা তথা নিয়োগ দুর্নীতি কাণ্ডের অপর অভিযুক্ত কুন্তল ঘোষের কাছে সেই নির্দেশ কার্যকর করার হুকুম দিতেন কুন্তল। অর্থাৎ, শান্তনুই ছিলেন কুন্তলের 'বস'।
তবে, শান্তনুর এই 'প্রভাবশালী' তত্ত্ব কতখানি বিশ্বাসযোগ্য এবং প্রভাবশালী বলতে উনি কাদের বোঝাতে চেয়েছেন, সে সমস্ত বিষয় খতিয়ে দেখছে ইডি।
advertisement
এর পাশাপাশি, জানা গিয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীয়ের অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকার হদিস পেয়েছেন তদন্তকারীরা। সব মিলিয়ে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TET Scam | Shantanu Banerjee: 'প্রভাবশালী' ব্য়ক্তিদের কথাতেই নাকি 'চাকরি বিক্রির' পসার! ED-র কাছে বিস্ফোরক দাবি শান্তনুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement