TET Scam | Shantanu Banerjee: 'প্রভাবশালী' ব্য়ক্তিদের কথাতেই নাকি 'চাকরি বিক্রির' পসার! ED-র কাছে বিস্ফোরক দাবি শান্তনুর
- Published by:Satabdi Adhikary
- Written by:Amit Sarkar
Last Updated:
জানা গিয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীয়ের অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকার হদিস পেয়েছেন তদন্তকারীরা। সব মিলিয়ে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা: যা করেছেন, তা তিনি একা করেননি। দুর্নীতির পিছনে তাঁর একার মাথাই কাজ করছিল না। যা করছিলেন, 'প্রভাবশালীদের' কথা শুনেই করছিলেন। ইডি-র জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল বন্দ্য়োপাধ্য়ায়ের। এছাড়াও, শান্তনু ও তাঁর স্ত্রীয়ের সংস্থার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকার হদিস পেয়েছে ইডি। দাবি গোয়েন্দা সংস্থা সূত্রের।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে বহু আগে থেকেই ইডি-র রেডারে ছিলেন হুগলির বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল বন্দ্যোপাধ্য়ায়। এমনকি, গত ২০ জানুয়ারি তাঁর বাড়িতে হানাও দিয়েছিল ইডি। সেখানে মিলেছিল টেট-এর ওএমআর শিটের জেরক্স, প্রার্থী তালিকার মতো নথি। এরপরেও একাধিক বার শান্তনুকে তলব করে ইডি। অবশেষে গত সপ্তাহে গ্রেফতারি।
আরও পড়ুন: "প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব", কমিশনকে আবারও হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার, কিন্তু কেন?
শান্তনুর গ্রেফতারির পর থেকে নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসছে একের পর এক তথ্য়। সূত্রের খবর, সম্প্রতি জানা গিয়েছে, জেরা চলাকালীন ইডি-র প্রশ্নের উত্তরে এই বহিষ্কৃত তৃণমূল নেতা দাবি করেছেন, তিন যা করেছেন, তা কয়েক জন প্রভাবশালীর নির্দেশে কাজ করেছেন।
advertisement
advertisement
এখানেই শেষ নয়। উপরমহল থেকে নির্দেশ আসার পরে বহিষ্কৃত যুবতৃণমূল নেতা তথা নিয়োগ দুর্নীতি কাণ্ডের অপর অভিযুক্ত কুন্তল ঘোষের কাছে সেই নির্দেশ কার্যকর করার হুকুম দিতেন কুন্তল। অর্থাৎ, শান্তনুই ছিলেন কুন্তলের 'বস'।
তবে, শান্তনুর এই 'প্রভাবশালী' তত্ত্ব কতখানি বিশ্বাসযোগ্য এবং প্রভাবশালী বলতে উনি কাদের বোঝাতে চেয়েছেন, সে সমস্ত বিষয় খতিয়ে দেখছে ইডি।
advertisement
এর পাশাপাশি, জানা গিয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীয়ের অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকার হদিস পেয়েছেন তদন্তকারীরা। সব মিলিয়ে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 4:23 PM IST