দাবি মাফিক বেতন বৃদ্ধি সম্ভব নয়, প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর জানালেন পার্থ

Last Updated:

শনিবার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষকদের অনশনের ফলে ক্লাস হচ্ছে না৷ ক্লাস না-হওয়ায় বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা৷ আন্দোলনকারীদের সহানুভূতিশীল হতে হবে৷ পড়ুয়াদের সমস্যাও বুঝতে হবে৷'

#কলকাতা: আর্থিক কারণেই অনশনরত প্রাথমিক শিক্ষকদের দাবি মাফিক বেতন বৃদ্ধি সম্ভব নয়৷ প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি জানান, প্রাথমিকে বেতন-জট কাটাতে চায় রাজ্য সরকার৷ তাই বিষয়টি সহানুভূতি দিয়ে দেখা হচ্ছে৷
শনিবার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষকদের অনশনের ফলে ক্লাস হচ্ছে না৷ ক্লাস না-হওয়ায় বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা৷ আন্দোলনকারীদের সহানুভূতিশীল হতে হবে৷ পড়ুয়াদের সমস্যাও বুঝতে হবে৷' তবে দূরে বদলির বিষয়ে নরম হয়েছে সরকার৷ পার্থর কথায়, 'পড়ুয়াদের স্বার্থেই শিক্ষকদের বদলি করা হয়েছে৷ বদলিতে অনিয়ম হলে তা বাতিল করা হবে৷'
সর্বভারতীয় কাঠামোয় বেতনের দাবিতে গত ৮ দিন ধরে সল্টলেকে উন্নয়ন ভবনের পাশে অনশন চালাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা৷ তাঁদের দাবি, অন্যান্য রাজ্যের প্রাথমিকের শিক্ষকেরা ৯৩০০ থেকে ৩৪,৮০০ টাকার মধ্যে বেতন পেয়ে থাকেন। সেখানে তাঁরা ৫৪০০ থেকে ২৫৪০০ টাকা বেতন পান। এখানেও এই বেতন কাঠামো ঠিক করতে হবে।
advertisement
advertisement
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও কাটেনি বেতন জট৷ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে অসন্তোষ প্রকাশ করেছেন অনশনরত প্রাথমিক শিক্ষকরা৷ পরবর্তী পদক্ষেপ নিয়ে তাঁরা নিজেদের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেবেন বলে জানান আন্দোলকারীরা৷ বেতন-জট কাটাতে শনিবার অনশনরত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শনিবার অনশনকারীদের ডেকে পাঠান শিক্ষামন্ত্রী৷ জট কাটাতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দাবি মাফিক বেতন বৃদ্ধি সম্ভব নয়, প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর জানালেন পার্থ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement