নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের 'ধাক্কা' সুপ্রিমকোর্টে! 'অস্বস্তি' বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Manik Bhattyacharya: অন্যদিকে, মানিক ঘনিষ্ট তাপস মণ্ডলকে কোনও সময় দিল না ইডি। গতকালই অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন সময় চেয়েছিলেন তাপস মণ্ডল।
#কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় ধাক্কা মানিক ভট্টাচার্যের। একইসঙ্গে বড়োসড়ো অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদও। প্রাথমিক নিয়োগে 'গণ দুর্নীতি' অভিযোগকে পরোক্ষে সিলমোহর সুপ্রিম কোর্টের। মানিকের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট। ইডির মামলায় জামিন আপাতত বিশ বাঁও জলে মানিকের।
অন্যদিকে, মানিক ঘনিষ্ট তাপস মণ্ডলকে কোনও সময় দিল না ইডি। গতকালই অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন সময় চেয়েছিলেন তাপস মণ্ডল। তবে সেই আবেদন ধোপে টিকল না ইডি আধিকারিকদের কাছে। আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তাঁকে। এমনটাই নির্দেশ দেওয়া হল ইডির তরফে।
advertisement
advertisement
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছিল ইডি। তথ্য লুকানো থেকে শুরু করে তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি, মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হওয়া চাকরিপ্রার্থীদের তালিকার প্রসঙ্গ টেনে বেআইনি নিয়োগের অভিযোগও করা হয়। এই তথ্য প্রমাণের ভিত্তিতেই ইডির বিশেষ আদালত মানিক ভট্টাচার্যকে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল বলে জানানো হয়।
advertisement
এদিকে, মানিকের তরফে উপস্থিত আইনজীবী মুকুল রোহতগি জানান, এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা মানিক ভট্টাচার্যের বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। সিবিআই-র মামলায় মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টে যে রক্ষাকবচ পেয়েছেন, সেই নথিকে ব্যবহার করেই মামলা সাজাচ্ছে ইডি। বেআইনি নিয়োগ সংক্রান্ত মামলায় অনিয়মের অভিযোগ বাদ দিয়ে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেও দাবি করেন আইনজীবী। তিনি আরও অভিযোগ করেন, তাঁর মক্কেলের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এর জবাবে শীর্ষ আদালতের তরফে রাজ্যের আদালতেই আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 11:56 AM IST