সৌমিত্রর 'বিস্ফোরক' বাণীতে পদ্মে শোরগোল! এখনও ‘চুপ’ সুকান্ত! সৌমিত্রর পাশে রাজু, অনুপম

Last Updated:

সৌমিত্র খাঁর বিস্ফোরক মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গেরুয়া পরিবারে।  ব্যবস্থা নেবে দল? 

সৌমিত্র খাঁ বনাম সুকান্ত মজুমদার
সৌমিত্র খাঁ বনাম সুকান্ত মজুমদার
#কলকাতা: সৌমিত্রর কাঠগড়ায় সুকান্ত। প্রকাশ্যে মন্তব্যে নারাজ বিজেপি রাজ্য সভাপতি। অযোগ্যতা নিয়ে প্রশ্নের উত্তর দিলেন না সুকান্ত। সৌমিত্রর হয়ে সওয়াল বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরারও। যদিও সৌমিত্রর মন্তব্য 'অনভিপ্রেত শৃঙ্খলার বিচ্যুতি' এমনটাই বললেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের।
সৌমিত্র খাঁর নিশানায় সুকান্ত মজুমদার। গতকালই নিউজ এইট্টিন বাংলাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছিলেন, 'অযোগ্য সভাপতি হলে, অযোগ্য সাংগঠনিক নেতৃত্ব হলে অযোগ্যদের রাখবে। যোগ্যদের রাখলে এদের দাম থাকবে না। সুকান্তকে নিশানা করে এছাড়াও একের পর এক আক্রমণ শানান সৌমিত্র।
advertisement
advertisement
যদিও সৌমিত্রর আক্রমণে ‘চুপ’ সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সৌমিত্রর বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি ঘনিষ্ঠ মহলে এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করলেও সংবাদ মাধ্যমের সামনে এ ব্যাপারে 'কোনও মন্তব্য করব না' বলেই চুপ থাকলেন।
গতকাল বিস্ফোরক মন্তব্য করেন সৌমিত্র খাঁ। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে 'অযোগ্য' বলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। যদিও দলীয় সাংসদের আক্রমণের বিষয়টিকে সংবাদ মাধ্যমের সামনে কোনও গুরুত্ব দিতেই চাইলেন না সুকান্ত মজুমদার। তবে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দলের রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সৌমিত্র খাঁর পদত্যাগ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন,'পঞ্চায়েতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিজেপি যখন কাউকে দায়িত্ব দেয় তখন তাঁর সঙ্গে আলোচনা করা হয় না। তবে উনি অন্য কাজে ব্যস্ত থাকার জন্য সেই দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানিয়েছিলেন'।
advertisement
একদিকে সুকান্তকে আক্রমণ। অন্যদিকে  শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের প্রশংসা করেন বিজেপির সৌমিত্র খাঁ।  ‘শুভেন্দু, দিলীপ ছাড়া কেউ যোগ্য নয়', গতকাল এমনও কথা বলে সৌমিত্র মন্তব্য করেন,' শুভেন্দু, দিলীপ ছাড়া কাউকে  রাজ্যনেতা বলেই মনে করি না'। এদিকে সৌমিত্রর হয়ে সওয়াল করেছেন দলেই তাঁর সতীর্থ রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সৌমিত্র দু’বারের সাংসদ। এমএলএ ছিলেন। তিনটি দলের যুব সভাপতি ছিলেন। প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য দলকে সচেষ্ট হওয়া উচিত'।
advertisement
সৌমিত্রর হয়ে ব্যাট ধরেছেন বিজেপির অনুপম হাজরাও। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'কোর কমিটিতে ঢুকতে অসফল হইয়া সৌমিত্র খান তথা আরো যোগ্য বেশ কয়েকজন প্রমাণ করিলেন যে উনারা এখনও অব্দি সংগঠন বাবুর সিন্ডিকেটের অংশ হইতে পারেন নাই। মোদ্দা কথা হল। হারি হারব নাহি লাজ। মিলেমিশে করিব না কাজ'। যদিও সৌমিত্র খাঁর প্রকাশ্যে দলেরই নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগকে ‘শৃঙ্খলার বিচ্যুতি’ হিসেবেই দেখছে পদ্ম শিবির। বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য প্রকাশ্যে যেভাবে সৌমিত্র দলের একাংশকে নজিরবিহীন ভাবে আক্রমণ করেছেন তাকে ভালো চোখে দেখছেন না। আগামী দিনে সৌমিত্রর বিরুদ্ধে দল যে 'ব্যবস্থা' নিতে পারে তার ইঙ্গিতও দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সৌমিত্রর বক্তব্য নিয়ে পদ্ম পরিবারে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
বাংলা খবর/ খবর/কলকাতা/
সৌমিত্রর 'বিস্ফোরক' বাণীতে পদ্মে শোরগোল! এখনও ‘চুপ’ সুকান্ত! সৌমিত্রর পাশে রাজু, অনুপম
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement