Presidency University: প্রেসিডেন্সি থেকে সাসপেন্ড টিএমসিপি-র ৪ শীর্ষনেতা, পাল্টা বড় হুঁশিয়ারি শাসক দলের ছাত্র সংগঠনের

Last Updated:

Presidency University: এই ঘটনা ছাড়াও ২০২২ এর অগাস্ট মাসে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘটা অশান্তির পরিপ্রেক্ষিতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

প্রেসিডেন্সিতে বড় কাণ্ড
প্রেসিডেন্সিতে বড় কাণ্ড
কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড করা হলো  তৃণমূল ছাত্র পরিষদের ৪ জন ছাত্রনেতাকে। প্রসঙ্গত ৪ জন ছাত্র নেতাই তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের শীর্ষ নেতা। ২৩ ফেব্রুয়ারি মধ্যরাতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হোস্টেলে ব্যাপক অশান্তি হয়। অশান্তির সময়ে করা ভিডিওতে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন ছাত্রনেতাকে ঘটনাস্থলে দেখতে পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস এর তরফে এই ঘটনার কথা উল্লেখ করে সাসপেন্ড করা হয় তৃণমূল ছাত্র পরিষদের ৪ ছাত্রনেতাকে।
এই ঘটনা ছাড়াও ২০২২ এর অগাস্ট মাসে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘটা অশান্তির পরিপ্রেক্ষিতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়। ২০২২ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ঘটা অশান্তির জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি হাই পাওয়ার কমিটি গঠন করেন। এই হাই পাওয়ার কমিটি ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ, হিন্দু হোস্টেলে ঘটা অশান্তির রিপোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা করে।
advertisement
advertisement
সূত্রের খবর তাতে তৃণমূল ছাত্র পরিষদের এই চারজন ছাত্র নেতা কে সনাক্ত করা গিয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। যদিও এই সাসপেনশনের ঘটনার তীব্র নিন্দা জানান তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী। তিনি বলেন, "হিন্দু হোস্টেলে টিএমসিপি করার জন্য ছাত্রদের আলো বন্ধ করে ঘরে আটকে রাখা হয়েছিল, সেখানে তাদের উদ্ধার করতে গেলে ভেতর থেকে গরম জল পর্যন্ত ছোড়া হয়। সেই পরিস্থিতিতেই পাল্টা প্রত্যাঘাত করে টিএমসিপি।
advertisement
এছাড়া অগাস্ট মাসের যে ঘটনার কথা বলা হচ্ছে সেই ঘটনায় কোন ভূমিকায় ছিল না তৃণমূল ছাত্র পরিষদের। শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ করার অপরাধে মারধর করা হয়েছিল কিছু ছাত্রকে। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা ইমেইল করে আমাদের প্রতিবাদ জানাবো। তাতে সাসপেনশন না তোলা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করবে টিএমসিপি।" যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে সাসপেন্ড করার সিদ্ধান্তে খুশি নয় এসএফআইও। এসএফআই এর প্রেসিডেন্সি ইউনিটের প্রেসিডেন্ট আনন্দরূপা পালিত জানান,"বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে বারবার আক্রমণ করা হয়েছে এসএফআই এর উপর। আমরা চেয়েছিলাম যাতে তাদের বহিষ্কার করা হয়, তা হয়নি।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
Presidency University: প্রেসিডেন্সি থেকে সাসপেন্ড টিএমসিপি-র ৪ শীর্ষনেতা, পাল্টা বড় হুঁশিয়ারি শাসক দলের ছাত্র সংগঠনের
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement