Indian Rail: বিলাসবহুল ট্রেনে উত্তর পূর্ব ভারত ভ্রমণ! শুরু নতুন পরিষেবা, খরচ কত? জানালো রেল

Last Updated:

উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ভ্রমণের সুযোগ দেবে  ১৫৬ আসন সহ অত্যাধুনিক ডিলাক্স এসি ট্রেন।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: এবার বিলাসবহুল ট্রেনে চড়েই উত্তর পূর্ব ভারত ভ্রমণের সুযোগ৷ 'নর্থ ইস্ট ডিসকভারি:বিয়ন্ড গুয়াহাটি'- উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য এই বিশেষ ট্রেন চালু করছে উত্তর পূর্ব সীমান্ত রেল৷ আগামী ২১ মার্চ গিল্লি সফদরজং স্টেশন থেকে এই বিশেষ ট্রেন যাত্রা শুরু করবে৷
১৫ দিনের এই সফরে অসমের গুয়াহাটি, শিবসাগর, যোরহাট ও কাজিরঙা, ত্রিপুরার উনাকোটি, আগরতলা ও উদয়পুর, নাগাল্যান্ডের ডিমাপুর ও কোহিমা এবং মেঘালয়ের চেরাপুঞ্জি ঘুরিয়ে দেখানো হবে।
১৪ রাত ও ১৫ দিনের এই পরিভ্রমণের সময় ট্রেনটি প্রথম থামবে গুয়াহাটিতে৷ এখানে কামাখ্যা মন্দির, উমানন্দ মন্দির ঘুরিয়ে দেখানোর পাশাপাশি ও ব্রহ্মপুত্রে সানসেট ক্রুজে চড়ার সুযোগ পাবেন পর্যটকরা।
advertisement
advertisement
এর পর ট্রেনটি নাহরলগুন রেলওয়ে স্টেশনের উদ্দেশে সারা রাত যাত্রা করবে, যেখান থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত পরবর্তী গন্তব্য অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। এই ভ্রমণসূচিতে অন্যান্য ঐতিহ্যবাহী স্থানের পাশাপাশি পরবর্তী গন্তব্য হিসেবে রয়েছে অসমের পূর্ব প্রান্তে আহোম রাজত্বের পুরনো রাজধানী শিবসাগরের শিবদোলের বিখ্যাত শিব মন্দির। এর পর রয়েছে যোরহাটের চা বাগান পরিদর্শন এবং কাজিরাঙা জাতীয় উদ্যানে ভোরবেলা জঙ্গল সাফারির অভিজ্ঞতা লাভের জন্য পর্যটকদের কাজিরাঙায় রাত্রি যাপন।
advertisement
এর পর ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনটি ত্রিপুরার উদ্দেশে রওনা দেবে ফরকাটিং রেলওয়ে স্টেশন থেকে৷ যেখানে দর্শনীয় স্থান হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে বিখ্যাত উজ্জ্বয়ন্ত প্যালেস সহ উনাকোটি ও আগরতলার বিখ্যাত ঐতিহ্যবাহী স্থানগুলি। পরের দিন পরিদর্শন করা হবে নীরমহল প্যালেস ও উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির। ত্রিপুরার পর ট্রেনটি নাগাল্যান্ড দর্শনের জন্য ডিমাপুরের উদ্দেশ্য রওনা দেবে। বদরপুর স্টেশন থেকে লামডিং জংশন পর্যন্ত ভোর বেলা অতিথিরা নিজেদের আসন থেকেই নৈসর্গিক ট্রেন ভ্রমণের সাক্ষী থাকবেন।
advertisement
নাগাদের জীবনযাত্রা অভিজ্ঞতা লাভের জন্য খনোমা গ্রামের ভ্রমণ সহ স্থানীয় বিভিন্ন স্থান পরিদর্শন করানোর জন্য ডিমাপুর স্টেশন থেকে পর্যটকদের বাসের মাধ্যমে কোহিমা নিয়ে যাওয়া হবে। টুরিস্ট ট্রেনটি পরবর্তী হল্ট হবে গুয়াহাটি এবং স্থলপথ দিয়ে পর্যটকদের মেঘালয়ের রাজধানী শিলংয়ে নিয়ে যাওয়ার সময় রাজকীয় উমিয়াম লেক দেখানো হবে পর্যটকদের৷
advertisement
পরের দিন পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত চেরাপুঞ্জি ভ্রমণের মাধ্যমে শুরু হবে। এর পর একে একে শিলং পিক, এলিফেন্ট ফল্স, নাওখালিকাই ফল্স ও মাওসমাই কেভ পরিদর্শন করা হবে। এর পর দিল্লিতে ফেরত যাওয়ার জন্য পর্যটকরা চেরাপুঞ্জি থেকে গুয়াহাটি স্টেশনে এসে ট্রেনে চড়বেন।
অতিথিরা এই ট্রেনটির মাধ্যমে সমগ্র ভ্রমণের সময় প্রায় ৫৮০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন।   আধুনিক ডিলাক্স এসি টুরিস্ট ট্রেনটিতে দু'টি ফাইন ডাইনিং রেস্তোরাঁ, একটি আধুনিক রান্না ঘর, কোচের মধ্যে শাওয়ার কিউবিকল, সেন্সর ভিত্তিক ওয়াশরুম ফাংশন, ফুট মেসেজার ও মিনি লাইব্রেরি সহ একাধিক বৈশিষ্ট্য রয়েছে। সম্পূর্ণরূপে বাতানুকূল এই ট্রেনটিতে এসি ওয়ান ও এসি টু- এই দুই ধরনের কোচ রয়েছে। সিসিটিভি ক্যামেরা, ইলেকট্রনিক সেফ-এর মতো নিরাপত্তার বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত এই ট্রেনটির প্রত্যেক কোচে সুরক্ষাকর্মী নিযুক্ত করা হয়েছে।
advertisement
আইআরসিটিসি-এর এই ট্রেনটিতে ১৫ দিনের যাত্রার জন্য এসি ২ টিয়ারের মাথা পিছু ভাড়া ১,০৬,৯৯০ টাকা, এসি ১ (কেবিন)-এরমাথা পিছু ভাড়া ১,৩১,৯৯০ টাকা এবং এসি ১ (কুপ)-এর মাথা পিছু ভাড়া ১, ৪৯,২৯০ টাকা। এই মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সংশ্লিষ্ট শ্রেণির ট্রেন ভ্রমণ, এসি হোটেলে রাত্রিযাপন, সমস্ত আহার (শুধুমাত্র নিরামিষ), বাসে করে সমস্ত স্থানান্তর ও সাইট সিন, ভ্রমণ বিমা ও গাইড পরিষেবা অত্যাদি। সমস্ত প্রয়োজনীয় স্বাস্থ্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অতিথিদের নিরাপদ ও স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে আইআরসিটিসি সব প্রচেষ্টাই করবে।
advertisement
এই প্যাকেজকে বৃহৎ সংখ্যক মানুষের কাছে আরও আকর্ষণীয় ও সাশ্রয়ী করতে আইআরসিটিসি পেটিএম এবং রেজরপে পেমেন্ট গেটওয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এর ফলে পর্যটকরা প্যাকেজের সম্পূর্ণ টাকা ছোটো ছোটো ইএমআই-এর আকারে পরিশোধ করার সুবিধা থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Rail: বিলাসবহুল ট্রেনে উত্তর পূর্ব ভারত ভ্রমণ! শুরু নতুন পরিষেবা, খরচ কত? জানালো রেল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement