Awas Yojana: আবাস যোজনার টাকা পাননি? এবার শুরু ‘সুপার চেকিং’! বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর

Last Updated:

Awas Yojana: আবাস যোজনার টাকা সংক্রান্ত দুর্নীতি নিয়ে রাজ‍্যজুড়ে তোলপাড়। অযোগ্যদের নাম তালিকায় থাকার অভিযোগকে কেন্দ্র করে প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে৷ এবার শুরু হল আবাসের সুপার চেকিং।

আবাস যোজনার টাকা পাননি? এবার শুরু ‘সুপার চেকিং’! বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর
আবাস যোজনার টাকা পাননি? এবার শুরু ‘সুপার চেকিং’! বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর
কলকাতা: আবাস যোজনার টাকা সংক্রান্ত দুর্নীতি নিয়ে রাজ‍্যজুড়ে তোলপাড়। অযোগ্যদের নাম তালিকায় থাকার অভিযোগকে কেন্দ্র করে প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে৷ এবার শুরু হল আবাসের সুপার চেকিং। এই নিয়ে মঙ্গলবার বিশেষ ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
এদিন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানালেন, ‘‘আবাসে সুপার চেকিং চলছে। এর পরেও কারও কিছু অভিযোগ থাকলে তা জানানো যাবে। কেন্দ্রীয় প্রকল্পে যারা বঞ্চিত। তাদের জন্য রাজ্য সরকার কাজ করছে। সংশোধিত তালিকা আবাসের থাকবে। এর পরেও যদি কারও কোনও আপত্তি থাকে। কিছু বলার থাকলে অবশ্যই তারা আমাদের জানাতে পারবেন।’’
advertisement
advertisement
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। ব্লক স্তরে চেকিং করা হচ্ছে। সেখানে কোনও সন্দেহ থাকলে, তখন সেই আবাসের বিষয় ‘অন হোল্ড’ করা হয়। তখন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক পর্যায়ের আধিকারিকরা পুনরায় এটাকে নিরীক্ষা করবেন। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর পরেই হবে সুপার চেকিং মোতাবেক তালিকা। সেই তালিকা টাঙানো হবে ব্লক অফিসে।
advertisement
সেই তালিকা দেখেও যদি কারও সন্দেহ থাকে, তাহলে ফের পরীক্ষা করা হবে সিনিয়র আধিকারিকদের দিয়ে। প্রয়োজনে রাজ্যের থেকে যাওয়া আধিকারিকরা সেটা দেখবেন।
তবে রাজ্য পরিষ্কার করে দিয়েছে, সমীক্ষক দলের সদস্যরা নতুন নাম তুলতে পারেন না। এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রী মারফত যারা জানিয়েছেন, তাদেরও তালিকার বিষয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দূর্যোগে যাদের বাড়ি ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও পর্যবেক্ষণ করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Awas Yojana: আবাস যোজনার টাকা পাননি? এবার শুরু ‘সুপার চেকিং’! বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement