#কলকাতা: সি এ ও বিরোধীরা করে মিছিলে যোগ দিয়েছিলেন তিনি৷ সেই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক বিদেশী ছাত্রকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশান অফিস৷ তবে হার না মেনে শেষ দেখতে চাইছেন কামিল সিয়েডসিনস্কি নামের ওই ছাত্র৷
ডিসেম্বর মাসে কলকাতার মৌলালিতে আয়োজিত সিএএ বিরোধী এক মিছিলে পা মিলিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক বিভাগের ছাত্র কামিল৷ তাঁর ছবি সে সময়ে সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল৷ তার পরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয় বিদেশমন্ত্রকে৷ সূত্রের খবর, তার পরেই পদক্ষেপ নেওয়া হয় কামিলের বিরুদ্ধে৷
কামিল পোল্যান্ডের নাগরিক৷ বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে শেষ সেমিস্টারে প়ড়ছেন তিনি৷ কামিল এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও পড়েছেন৷ বাংলা-ইংরেজি দুই ভাষাতেই তিনি সমান সড়গড়৷কামিল এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি৷ তবে তাঁর ঘনিষ্ঠরা বলছেন, বিষয়টি নিয়ে আইনি লড়াই লড়তে চাইছেন কামিল৷ দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দারস্থ হতে চলেছেন ওই ছাত্র। আইনজীবীদের মতামতও নিচ্ছেন ওই ছাত্রটি। অন্য দেশ থেকে এলেও মৌলিক অধিকারকে হাতিয়ার করেই লড়াইয়ের পথে যেতে চান তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti CAA rally, CAA, Jadavpur University, যাদবপুর বিশ্ববিদ্যালয়