Sukanta Majumdar: পুলিশের বিরুদ্ধে সুকান্ত মজুমদারকে মেরে ফেলার চক্রান্তের অভিযোগ বঙ্গ বিজেপির, বিস্ফোরক দাবি জগন্নাথের

Last Updated:

দলের অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,  ‘‘সন্দেশখালি যেতে পুলিশের বাধা দেওয়ার সময় সুকান্ত মজুমদারকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করার পাশাপাশি টাকিতে যেভাবে সুকান্তবাবু যখন পুলিশের গাড়ির উপর উঠে স্লোগান দিচ্ছিলেন তখন রাজ্য পুলিশের গাড়ি যেভাবে আচমকা চালিয়ে দেওয়া হয়েছিল তা থেকেই স্পষ্ট এর পিছনে গভীর ষড়যন্ত্র ছিল।’’

হাসপাতালে চিকিৎসাধীন সুকান্ত মজুমদার
হাসপাতালে চিকিৎসাধীন সুকান্ত মজুমদার
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ‘হেনস্থা’ ইস্যুতে বিস্ফোরক অভিযোগ করল রাজ্য বিজেপি শিবির। সুকান্ত মজুমদারকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল বলে মত বঙ্গ পদ্ম শিবিরের। দলের অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,  ‘‘সন্দেশখালি যেতে পুলিশের বাধা দেওয়ার সময় সুকান্ত মজুমদারকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করার পাশাপাশি টাকিতে যেভাবে সুকান্তবাবু যখন পুলিশের গাড়ির উপর উঠে স্লোগান দিচ্ছিলেন তখন রাজ্য পুলিশের গাড়ি যেভাবে আচমকা চালিয়ে দেওয়া হয়েছিল তা থেকেই স্পষ্ট এর পিছনে গভীর ষড়যন্ত্র ছিল।’’
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এও বলেন, ‘‘সেই সময় অনেকেই খালি পায়ে ছিলেন। তারা পুলিশ নাকি সিভিক পুলিশ, নাকি তৃণমূলী হার্মাদ, তা নিয়ে আমাদের যথেষ্টই প্রশ্ন রয়েছে। সুকান্ত বাবু যখন অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন তখন আধ ঘণ্টা হোটেলের ভেতর তাঁকে পুলিশের তরফে আটকে রাখা হয়। দীর্ঘক্ষণ পরে পুলিশের গাড়িতে সুকান্ত মজুমদারকে একপ্রকার অপহরণের কায়দায় হাসপাতালের উদ্দেশ্য নিয়ে রওনা দেয় রাজ্য পুলিশ। চিকিৎসার জন্য তাঁকে টাকির হোটেলের ভেতর থেকেও বের হতে দেওয়া হয়নি পুলিশের তরফে। আমাদের রাজ্য সভাপতির যাতে প্রাথমিক চিকিৎসা পেতে দেরি হয় তার জন্যই তাঁকে নানাভাবে হেনস্থা করা হয়।’’
advertisement
advertisement
বুধবার ইছামতির তীরে সরস্বতী পুজো আয়োজনের পর টাকি থেকে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন সুকান্ত মজুমদার ৷ তখনই পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়৷ ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, পুলিশের ধাক্কাতেই পড়ে গিয়ে আহত হন সুকান্ত মজুমদার৷ ঘটনাস্থলেই সংজ্ঞা হারান তিনি ৷ সংজ্ঞাহীন অবস্থাতেই বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে বসিরহাটে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে অক্সিজেন দেওয়া হয় তাঁকে, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করেন চিকিৎসকরা ৷ যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকেই সুকান্ত মজুমদারকে কলকাতার হাসপাতালে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয় ৷ বর্তমানে কলকাতার বাইপাস লাগোয়া অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বঙ্গ পদ্ম সভাপতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: পুলিশের বিরুদ্ধে সুকান্ত মজুমদারকে মেরে ফেলার চক্রান্তের অভিযোগ বঙ্গ বিজেপির, বিস্ফোরক দাবি জগন্নাথের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement