দেশের প্রায় ১৭ কোটি একর জমির মালিকানা রয়েছে কার হাতে? আর কী-ই বা হয় সেই বিপুল পরিমাণ জমিতে? জানুন বিশদে

Last Updated:

Biggest Landowner in India: ২০২১ সালের ফেব্রুয়ারি মাস অনুযায়ী, ভারত সরকারের হাতে রয়েছে ১৫৫৩১ বর্গকিলোমিটার জমি। যেগুলি ব্যবহার করে ৫১টি মন্ত্রক এবং ১১৬টি পাবলিক সেক্টর কোম্পানি।

দেশের প্রায় ১৭ কোটি একর জমির মালিকানা রয়েছে কার হাতে? আর কী-ই বা হয় সেই বিপুল পরিমাণ জমিতে? জানুন বিশদে
দেশের প্রায় ১৭ কোটি একর জমির মালিকানা রয়েছে কার হাতে? আর কী-ই বা হয় সেই বিপুল পরিমাণ জমিতে? জানুন বিশদে
নয়াদিল্লি: দেশের বহু মানুষেরই বিশ্বাস, সরকারের পরে ভারতের অধিকাংশ জমির মালিকানা রয়েছে ওয়াকফ বোর্ডের হাতে। যদিও এই ধারণা একেবারেই ঠিক নয়। কারণ ভারতবর্ষে সরকারের পরে সবথেকে বেশি জমির মালিকানা রয়েছে ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়ার হাতে। গভর্নমেন্ট ল্যান্ড ইনফরমেশন সিস্টেমের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস অনুযায়ী, ভারত সরকারের হাতে রয়েছে ১৫৫৩১ বর্গকিলোমিটার জমি। যেগুলি ব্যবহার করে ৫১টি মন্ত্রক এবং ১১৬টি পাবলিক সেক্টর কোম্পানি। আবার ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়ার হাতে রয়েছে ৭ কোটি হেক্টর (১৭.২৯ কোটি একর) জমি। আর সেই সব জমিতে নির্মাণ করা হয়েছে গির্জা, স্কুল-কলেজ প্রভৃতি। যার মোট মূল্য ২০,০০০ কোটি।
দেশের প্রায় প্রতিটি রাজ্যেই ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়ার জমি রয়েছে। তাদের মালিকানাধীন জমির বিস্তার গোয়া থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলি পর্যন্ত। ক্যাথলিক চার্চের গভর্নিং বডি হল সিবিসিআই (ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া)। যা রয়েছে পোপ ফ্রান্সিসের তত্ত্বাবধানে। ২০১২ সালের হিসেব অনুযায়ী, ভারতে ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়ার রয়েছে ২৪৫৭টি হাসপাতাল ডিসপেনসারি, ২৪০টি মেডিক্যাল অথবা নার্সিং কলেজ, ২৮টি জেনারেল কলেজ, ৫টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৩৭৬৫টি সেকেন্ডারি স্কুল, ৭৩১৯টি প্রাথমিক বিদ্যালয় এবং ৩১৮৭টি নার্সারি স্কুল।
advertisement
advertisement
প্রশ্ন হচ্ছে, এই এত পরিমাণ জমি কোথা থেকে এল? আসলে ১৯৪৭ সালের আগে ব্রিটিশ সরকারের কাছ থেকে অধিকাংশ জমি পেয়েছিল ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়া। ভারতীয় চার্চ আইন ১৯২৭ সালে তৎকালীন ব্রিটিশ শাসক দ্বারা জারি করা হয়েছিল। এই আইনের আওতায় খুবই কম মূল্যে গির্জাগুলিকে লিজে জমি দেওয়া হয়েছিল। ক্যাথলিক চার্চ সারা ভারতে জমি পেয়েছে। যদিও গির্জার জমি সংক্রান্ত বিষয়টা আবার বিতর্কিত। কখনও কখনও বলপূর্বক জমি দখল করার বিতর্কও উঠেছে।
advertisement
১৯৬৫ সালে ভারত সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, ব্রিটিশ সরকার যে সমস্ত জমি লিজে দিয়েছে, সেগুলিকে স্বীকৃতি দেওয়া হবে না। যদিও এই বিজ্ঞপ্তির বাস্তবায়নে শিথিলতার কারণে ওই সব জমির বৈধতা সংক্রান্ত বিবাদে এখনও পর্যন্ত কোনও ফল পাওয়া যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
দেশের প্রায় ১৭ কোটি একর জমির মালিকানা রয়েছে কার হাতে? আর কী-ই বা হয় সেই বিপুল পরিমাণ জমিতে? জানুন বিশদে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement