রোম্যান্টিক সিন করতে গিয়ে অস্বস্তিতে, নায়িকার মুখের দুর্গন্ধে ববি দেওলের প্রাণ ওষ্ঠাগত, ঠিক কী হয়েছিল?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
একটি হিট ছবির রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় নায়িকার মুখের দুর্গন্ধে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন ববি।
দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরেছেন ববি দেওল। ওটিটি-তে ঝড় তুলেছিলেন আগেই। আর এখন ‘অ্যানিমাল’-এ তাঁর অভিনয়ের কথা তো দর্শকের মুখে মুখে ঘুরছে। ৯০-র দশকের শেষদিকে বড়পর্দায় পা রাখেন। ‘গুপ্ত’, ‘সৈনিক’-এর মতো সিনেমা আজও সুপারহিট। প্রীতি জিন্টা থেকে কাজল, কাজ করেছেন সবার সঙ্গেই। কিন্তু অনেকেই জানেন না, একটি হিট ছবির রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় নায়িকার মুখের দুর্গন্ধে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন ববি।
advertisement
advertisement
ববি বলেছিলেন, সেদিন মণীষা কৈরালার সঙ্গে একটি রোম্যান্টিক দৃশ্যের শ্যুট হওয়ার কথা। ববির সঙ্গে তাঁর রসায়ন ভালই, তবে বন্ধুত্ব ছিল না। ‘বেচয়নিয়া’ গানের একটি শটে মণীষার মুখের কাছে নিজের মুখ নিয়ে যেতে হবে ববিকে। আর তা করতে গিয়েই বিপত্তি। মণীষার মুখ থেকে ভয়ঙ্কর গন্ধ। আসলে শ্যুটিংয়ের ঠিক আগেই কাঁচা পেঁয়াজ দিয়ে ছোলার চাট খেয়েছিলেন মনীষা। সেই কাঁচা পেঁয়াজের গন্ধই আসছিল অভিনেত্রীর মুখ থেকে।
advertisement
advertisement
ববি বলেন, ‘‘ওই ছবিতে ফাইট মাস্টার ও তাঁর ভাইও অভিনয় করেছিলেন। তাঁদের সঙ্গে মণীষার একটা দৃশ্য ছিল। ওই দৃশ্যের শ্যুটিংয়ের আগে আমি ওঁদের পেঁয়াজ খেতে বলি। আর বলি, মণীষার কাছে গেলে জোরে জোরে নিঃশ্বাস নেবে। যখন ওই দৃশ্যের শ্যুট হচ্ছে, আমি নিঃশ্বাস চেপে বসে আছি। দেখছি, মণীষা কী করে।’’ প্রসঙ্গত, ‘গুপ্ত’ ববি দেওলের দ্বিতীয় ছবি। ১৯৯৭ সালে রিলিজ হয়। এই ছবি সেই সময় প্রায় ১৮.২৩ কোটি টাকার ব্যবসা করেছিল।