কালীপুজোয় ফানুস ওড়ানো বন্ধ করা নিয়ে কড়া নির্দেশ পুলিশ কমিশনারের, পরিবেশবান্ধব বাজিতে জোর

Last Updated:

Kalipuja 2025: নিষিদ্ধ ফানুস যাতে পুরোপুরি বন্ধ রাখা যায়, সমন্বয় বৈঠকে পুলিশ কমিশনারের কাছে আবেদন একাধিক কালীপুজো কমিটির। পুলিশ কমিশনার মনোজ বর্মার তরফে আশ্বস্ত করা হয়েছে এই বিষয়ে নজরদারি চালানো হবে।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা
কলকাতা: নিষিদ্ধ ফানুস যাতে পুরোপুরি বন্ধ রাখা যায়, সমন্বয় বৈঠকে পুলিশ কমিশনারের কাছে আবেদন একাধিক কালীপুজো কমিটির। পুলিশ কমিশনার মনোজ বর্মার তরফে আশ্বস্ত করা হয়েছে এই বিষয়ে নজরদারি চালানো হবে।
বৈঠকে উপস্থিত পুলিশ কর্তাদের এই বিষয়ে সতর্ক ও সজাগ থেকে ২০১৯-এর গাইড লাইন (ফানুস নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি) মেনে নজরদারি চালাতে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।
advertisement
পাশাপাশি অন্যান্য বাজিও পরিবেশের পক্ষে ক্ষতিকর, তা সে শব্দবাজি হোক বা অন্যান্য পরিবেশ দূষণ করে সব ধরনের বাজিই। তাই নজরদারি রাখা হচ্ছে আতসবাজি ব‍্যবহারের ওপরেও। পুলিশ কমিশনার বৈঠকে জানান, অনুমোদিত গ্রিন বাজিই ব‍্যবহার করতে হবে। এখন থেকেই বিভিন্ন পয়েন্টে চেকিং চলছে। নিষিদ্ধ শব্দবাজির ক্ষেত্রে যারা ব্যবহার করবেন কঠোর পদক্ষেপ নেবে পুলিশ।
advertisement
পাশাপাশি কালীপুজো কমিটিগুলির একাংশের তরফে কালীপুজোয় বিদ‍্যুতের বিলে ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছে। বৈঠক উপস্থিত সিইএসসি তরফে জানানো হয়েছে এই বিষয়ে তারা আলোচনা করবেন। সেই সঙ্গে পুজো কমিটির কর্তাদের একাংশ দুর্গাপুজো এবং জগদ্ধাত্রীপুজোর মতো কালীপুজোতেও কার্নিভালের আর্জি জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কালীপুজোয় ফানুস ওড়ানো বন্ধ করা নিয়ে কড়া নির্দেশ পুলিশ কমিশনারের, পরিবেশবান্ধব বাজিতে জোর
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement