কালীপুজোয় ফানুস ওড়ানো বন্ধ করা নিয়ে কড়া নির্দেশ পুলিশ কমিশনারের, পরিবেশবান্ধব বাজিতে জোর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Kalipuja 2025: নিষিদ্ধ ফানুস যাতে পুরোপুরি বন্ধ রাখা যায়, সমন্বয় বৈঠকে পুলিশ কমিশনারের কাছে আবেদন একাধিক কালীপুজো কমিটির। পুলিশ কমিশনার মনোজ বর্মার তরফে আশ্বস্ত করা হয়েছে এই বিষয়ে নজরদারি চালানো হবে।
কলকাতা: নিষিদ্ধ ফানুস যাতে পুরোপুরি বন্ধ রাখা যায়, সমন্বয় বৈঠকে পুলিশ কমিশনারের কাছে আবেদন একাধিক কালীপুজো কমিটির। পুলিশ কমিশনার মনোজ বর্মার তরফে আশ্বস্ত করা হয়েছে এই বিষয়ে নজরদারি চালানো হবে।
বৈঠকে উপস্থিত পুলিশ কর্তাদের এই বিষয়ে সতর্ক ও সজাগ থেকে ২০১৯-এর গাইড লাইন (ফানুস নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি) মেনে নজরদারি চালাতে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।
advertisement
পাশাপাশি অন্যান্য বাজিও পরিবেশের পক্ষে ক্ষতিকর, তা সে শব্দবাজি হোক বা অন্যান্য পরিবেশ দূষণ করে সব ধরনের বাজিই। তাই নজরদারি রাখা হচ্ছে আতসবাজি ব্যবহারের ওপরেও। পুলিশ কমিশনার বৈঠকে জানান, অনুমোদিত গ্রিন বাজিই ব্যবহার করতে হবে। এখন থেকেই বিভিন্ন পয়েন্টে চেকিং চলছে। নিষিদ্ধ শব্দবাজির ক্ষেত্রে যারা ব্যবহার করবেন কঠোর পদক্ষেপ নেবে পুলিশ।
advertisement
পাশাপাশি কালীপুজো কমিটিগুলির একাংশের তরফে কালীপুজোয় বিদ্যুতের বিলে ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছে। বৈঠক উপস্থিত সিইএসসি তরফে জানানো হয়েছে এই বিষয়ে তারা আলোচনা করবেন। সেই সঙ্গে পুজো কমিটির কর্তাদের একাংশ দুর্গাপুজো এবং জগদ্ধাত্রীপুজোর মতো কালীপুজোতেও কার্নিভালের আর্জি জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 15, 2025 10:48 PM IST