Plastic Ban: নিষেধের পরও দেদার প্লাস্টিক ব্যবহার করছেন? সাবধান! বড় সমস্যায় পড়তে পারেন
- Published by:Raima Chakraborty
Last Updated:
এই ভাবেই মানিকতলা বাজারে এখনও চলছে অবাধ ব্যবহার নিষিদ্ধ ক্যারি ব্যাগের। (Plastic Ban)
#কলকাতা: নিষেধাজ্ঞা রয়েছে। হবে জরিমানাও। জারি রয়েছে পুরসভার নজরদারিও। তাতে কী! নিয়ম ভাঙার খেলায় মজে শহরবাসীর একাংশ। ৭৫ মাইক্রণের নীচে সমস্ত রকম প্ল্যাস্টিক ক্যারি ব্যাগ বা সিঙ্গল ইউজার ক্যারি ব্যাগ ব্যবহারে নিষেজ্ঞা জারি হয়েছে পয়লা জুলাই থেকেই। সপ্তাহ ঘুরলেও বদল হয়নি ছবির । মানিকতলা বাজারের কাছে এক মধ্য বয়স্ক ক্রেতা মনিংওয়াক সেরে বাড়ি ফিরছিলেন। বাজারের মুখে আম বিক্রেতাকে দেখে দাঁড়িয়ে পড়লেন। আম কিনলেন। কিন্তু নেবেন কীসে? দেখা গেল নিষিদ্ধ হওয়া প্ল্যাস্টিক ক্যারি ব্যাগে আম দিলেন বিক্রেতা। নিয়েও নিলেন ওই ক্রেতা। তাঁদের জানতে চাওয়া হলে নিরুত্তর দু’জনে। (Plastic Ban)
এই বাজারের এক আলু পেঁয়াজ বিক্রেতা, ডালার নীচে লুকিয়ে রেখেছেন ৭৫ মাইক্রনের নিচে প্ল্যাস্টিক জাত ক্যারি ব্যাগ। সুযোগ পেলেই তাতেই জিনিস দিচ্ছেন ক্রেতাদের। ‘দোকানদার দিচ্ছে, তাই নিচ্ছি’- সটান উত্তর ক্রেতার। এই ভাবেই মানিকতলা বাজারে এখনও চলছে অবাধ ব্যবহার নিষিদ্ধ ক্যারি ব্যাগের।
advertisement
advertisement
শুধু মানিকতলা বাজার কেন! দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারেও অসচেতনতার ছবি।চলছে ক্রেতা বিক্রেতার দোষারোপ, সুযোগ পেলেই ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারি ব্যাগ। এমন এক ক্রেতা তো সরাসরি নিয়ে পৌঁছে গেলেন বিক্রেতার কাছে। সংবাদমাধ্যম দেখে ক্ষমাও চাইলেন বিক্রেতা। আরও এক বিক্রেতাকে প্রশ্ন করতেই সটান দৌড় দিলেন ব্যাগ কিনে আনতে। আবার কেউ কেউ সামনে রাখছেন ৭৫ মাইক্রনের ক্যারি ব্যাগ, আর লুকিয়ে রাখছেন নিষিদ্ধ ক্যারি ব্যাগ, তাদের যুক্তি অল্প কিছু পড়ে আছে, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন: 'হবু বাবা' ডাক শুনে কী কী বললেন রণবীর কাপুর? ভিডিও তুমুল ভাইরাল
গড়িয়াহাটের এক বিক্রেতা তো সরাসরি দোষ দিয়ে বসলেন, পাইকারি বাজার থেকেই দিচ্ছে এই ক্যারি ব্যাগ। কোনও কোনও ক্রেতা তো বলেই দিচ্ছেন, এত দিনের অভ্যাস, বদলে ফেলতে সময় লাগবে। এই ভাবেই এখনও কোথাও প্রকাশ্যে, কোথাও লুকিয়ে চলেছে এই ব্যবহার। পুরসভার থেকে শুরু হয়েছে অভিযানও। প্রচার তো থাকবেই, কিন্তু প্রশ্ন থাকছে পরিবেশ বাঁচানোর তাগিদ কি রয়েছে শহরবাসীর?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2022 12:05 PM IST