আরও তিন উড়ালপুলের পরিকল্পনা, টালা সেতুর উদ্বোধনের মঞ্চ থেকে ঘোষণা মমতার

Last Updated:

এক প্রকল্পের উদ্বোধনে এসে আরও তিন প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন মমতা৷

মমতা বন্দ্যোপাধ্যায় টালা সেতুর উদ্বোধনে
মমতা বন্দ্যোপাধ্যায় টালা সেতুর উদ্বোধনে
#কলকাতা: টালা সেতুর উদ্বোধন করলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখান থেকেই নতুন পরিকল্পনার কথা ঘোষণা করে দিলেন তিনি৷ বললেন, সরকারের মাথায় আছে আরও তিনটি উডালপুলের কথা৷ একটি টালা থেকে ডানলপ, অন্যটি পাইকপাড়া থেকে শিয়ালদহ ও তৃতীয়টি এয়ারপোর্ট ১ নম্বর গেট থেকে যশোর রোড৷ অর্থাৎ এক প্রকল্পের উদ্বোধনে এসে আরও তিন প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন মমতা৷
উদ্বোধনে মমতা বলেন, ‘‘আমরা তিনটে উড়ালপুল এর প্ল্যান করেছি। টাকা হলে করবো। টালা থেকে ডানলপ, পাইকপাড়া থেকে শিয়ালদহ, এয়ারপোর্ট ১ নম্বর গেট থেকে যশোর রোড৷’’ টালা সেতুর পরিকল্পনা নিয়ে মমতা বলেন, ‘‘এলাকাবাসিকে ধন্যবাদ জানাই, যাঁরা পূর্ন সহযোগিতা করেছেন। ফুটপাত, সার্ভিস রোড নিয়ে কিছু ইস্যু আছে। আমি পূর্ত দফতরকে বলব, তিন মাসের মধ্যে দেখে নিতে। এ বারে আকারে সেতু অনেক বড় হচ্ছে৷ আগে ছিল এটা দু’লেন, এখন চার লেন হল৷ ব্রিজ তৈরি করতে ৫০৪ কোটি টাকা খরচ হয়েছে। আমাদের রেলকেও টাকা দিতে হয়েছে। ভেবেছিলাম রেল ছাড় দেবে। কিন্তু রেল, এই ব্রিজটা ভেঙে দেওয়ার জন্য ৯০ কোটি টাকা নিয়েছে৷’’
advertisement
advertisement
মমতা বলেন, ‘‘আজকের দিনে পুজোর আগে এটা আপনাদের কাছে বড় উপহার। আমি একটা প্রবলেম দেখেছিলাম, মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে। কী ভাবে ঘুরে ঘুরে যেতে হত বেহলারা লোকদের। টালা ব্রিজ যখন ভাঙতে রেল চার মাস সময় নিয়েছিল। আমি বলেছিলাম, তাড়াতাড়ি কাজটা করো।’’ সেই কাজ সম্পন্ন হয়েছে, সেই কারণে সকলকে ধন্যবাদ জানান মমতা৷
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/কলকাতা/
আরও তিন উড়ালপুলের পরিকল্পনা, টালা সেতুর উদ্বোধনের মঞ্চ থেকে ঘোষণা মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement