‘মিত্রোঁ বললেই আজকাল লোক ভয় পেয়ে যাচ্ছেন’, মোদিকে কটাক্ষ তৃণমূল নেত্রীর

Last Updated:

‘মিত্রোঁ বললেই আজকাল লোক ভয় পেয়ে যাচ্ছেন’, মোদিকে কটাক্ষ তৃণমূল নেত্রীর

#কলকাতা: দলের বর্ধিত সভা থেকেই বিজেপি ও কেন্দ্রকে আক্রমণ তৃণমূল নেত্রীর। রাজধানীর তখত থেকে বিজেপিকে সরানোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পয়লা নম্বর প্রতিপক্ষ যে বিজেপি, বর্ধিত কোর কমিটির বৈঠকে ফের তা স্পষ্ট করলেন তিনি। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তোপ দাগেন নেত্রী ৷ বলেন, ‘মিত্রোঁ বললেই আজকাল লোক ভয় পেয়ে যাচ্ছেন ৷’
একইসঙ্গে নোট বাতিলকে দেশের সব থেকে বড় দুর্নীতি বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় । ৮ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তিতে ব্লকে ব্লকে কালা দিবস পালনের ডাক দিয়েছেন মমতা।
লোকসভা নির্বাচনের এখনও প্রায় দেড় বছর বাকি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। কার্যত অ্যাসিড টেস্ট। তার আগে বিজেপি বিরোধিতায় শান দিতে উদ্যোগী তৃণমূল নেত্রী। বুধবার তৃণমূলের কোর কমিটির বৈঠকে বিজেপি বিরোধিতার সুরই ফের একবার বেঁধে দিলেন তিনি। এদিন এক ধাপ এগিয়ে দিল্লি থেকে বিজেপিকে সরানোর ডাক দিলেন তৃণমূলনেত্রী। তিনি বলেন,
‘আমরা দিল্লির ক্ষমতায় যেতে চাই না ৷ তবে দিল্লি থেকে বিজেপি যাতে বিদায় নেয় ৷ তার সবরকম ব্যবস্থা করতে চাই ৷ যা অন্য রাজ্যে চলে, তা এখানে চলবে না ৷ দেশের যেকোনও বিপদে বাংলা এগিয়ে যায় ৷’
advertisement
advertisement
নোট বাতিলের দিনই ট্যুইট করে বিরোধিতা করেছিলেন। তারপর ডিমনিটাইজেশনের বিরোধিতায় লাগাতার আন্দোলনও করেছেন। এদিন নোট বাতিল নিয়ে তদন্তের দাবি করলেন তৃণমূলনেত্রী। নোট বাতিলকে দেশের সবথেকে বড় দুর্নীতি বলেও মন্তব্য করেন তিনি। এদিন নজরুল মঞ্চে তিনি বলেন,
‘নোটবন্দি একটা বড় দুর্নীতি, এর তদন্ত হোক ৷ এতে শুধু বিজেপি ছাড়া আর কারও লাভ হয়নি ৷ নিজেদের সব টাকা সাদা করে নিয়েছে ৷ আর দেশে নেমে এসেছে অন্ধকার ৷’
advertisement
নোট বন্দির বিরোধিতায় জাতীয় স্তরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এবার নোট বাতিল ইস্যুতে রাজ্যে বিজেপিকে কোনঠাসা করার কৌশল নিয়েছেন তৃণমূলনেত্রী। আটই নভেম্বর নোটবন্দির বর্ষপূর্তির দিন ব্লকে ব্লকে কালা দিবস পালনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘মিত্রোঁ বললেই আজকাল লোক ভয় পেয়ে যাচ্ছেন’, মোদিকে কটাক্ষ তৃণমূল নেত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement