Anubrata Mandal: দিদির দেখাদেখি 'কেষ্ট'র ফোনেও প্লাস্টার! পেগাসাস প্রতিবাদে চমক...

Last Updated:

Anubrata Mandal: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখাদেখি নিজের স্মার্টফোনে লিউকোপ্লাস্ট লাগালেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। শরিক হলেন মমতারই প্রতীকী প্রতিবাদে।

#সিউরি: দিদির অনুগামী বলে পরিচিত তিনি। ভোটের লড়াই হোক বা প্রতীকী প্রতিবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথেই যে তাঁর পরম স্নেহের কেষ্ট  হাঁটবেন তাতে আর সন্দেহ কী! এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখাদেখি পেগাসাস কাণ্ডের (Pegusus) প্রতিবাদে নিজের স্মার্টফোনে লিউকোপ্লাস্ট লাগালেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও (Anubrata Mandal)। শরিক হলেন মমতারই প্রতীকী প্রতিবাদে।
পেগাসাস কাণ্ডে যে একশোর বেশি নাম আপাতত সামনে এসেছে তার প্রথম দিকেই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্টই বলেন, ভোটের মরশুমে তাঁকে ঘনঘন যোগাযোগ রাখতে হয়েছে এই দুজনের সঙ্গেই। অর্থাৎ তাঁর গতিবিধিও মাপা হয়েছে। প্রতিবাদে একুশে জুলাই মমতা মঞ্চে ওঠেন ফোনে স্টিকিং প্লাস্টারের লাগিয়ে।তৃণমূল নেত্রী এদিন বলেন, "আমি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি না। কারণ ফোন ট্যাপ হচ্ছে। তাই ফোনই  প্লাস্টার করে দিয়েছি। তবে ভারত সরকারকে প্লাস্টার করতে দেবো না। ওরা থাকলে দেশ বরবাদ হয়ে যাবে। এমনকি নিজেদের মন্ত্রী অফিসারদেরও ফোন ট্যাপ  করে নিয়েছে। এমনকি বহু বিচারপতির ফোন ও ট্যাপ হয়েছে।  ওরা আমাদের গণতান্ত্রিক স্তম্ভটাকেই ধ্বংস করতে চাইছে। নির্বাচনী ব্যবস্থা বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম সব কিছু ধ্বংস করতে চাইছে।
advertisement
মমতা এই পন্থা সামনে আনতেই দেখা গেল অনুব্রত তাঁকে অনুসরণ করছেন। শুক্রবার বোলপুরের কার্যালয়ে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করবে অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন। সেখানেই প্রথম লক্ষ্য করা যায় তাঁর ফোনটিতেও টেপ জড়ানো। দিদির পরামর্শেই কি এমনটা করলেন, অনুব্রত এই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন।
advertisement
তবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ আসুক বা না আসুক মমতার দেখানো পথে অনুব্রত হেঁটে আসছেন বিগত কয়েক দশক এক্ষেত্রেও যে সেই নিয়ম এর ছেদ পড়বে না তা তো বলাই বাহুল্য।
advertisement
-প্রতিবেদক আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mandal: দিদির দেখাদেখি 'কেষ্ট'র ফোনেও প্লাস্টার! পেগাসাস প্রতিবাদে চমক...
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement