শুধু বুকিং নয় পেমেন্টও এবার অনলাইন, নগদ টাকা ছাড়াই মেটান গ্যাসের দাম
Last Updated:
নোট বাতিলের পর ক্যাশলেস পথে হাঁটছে দেশ ৷ পেট্রোল থেকে ট্রেনের টিকিট, নিত্যনৈমিত্তিক কেনাকাটা থেকে আমোদ প্রমোদ, সমস্ত কিছুতেই নগদ ছাড়াও পেমেন্টে গ্রহণে আগ্রহী কেন্দ্র ৷
#নয়াদিল্লি: নোট বাতিলের পর ক্যাশলেস পথে হাঁটছে দেশ ৷ পেট্রোল থেকে ট্রেনের টিকিট, নিত্যনৈমিত্তিক কেনাকাটা থেকে আমোদ প্রমোদ, সমস্ত কিছুতেই নগদ ছাড়াও পেমেন্টে গ্রহণে আগ্রহী কেন্দ্র ৷ পেট্রোল পাম্প, ট্রেনের টিকিটের পর গ্যাসেও চালু হল ক্যাশলেস পেমেন্ট ৷
নগদ টাকার অভাবে বাড়িতে ভাত রান্না বন্ধ হওয়ার পথে ৷ এটিএম আর ব্যাঙ্কের লাইনের ঝুট ঝামেলা ছেড়ে কার্ড বা অনলাইন পেমেন্টের মাধ্যমে রান্নার গ্যাস কেনার ব্যবস্থা চালু করল ইন্ডেন ৷ কিছুদিনের মধ্যে এইচপি ও ভারত গ্যাসও ডিজিট্যাল পেমেন্টের স্টিটেম চালু করতে চলেছে ৷
অনলাইনে গ্যাস বুকিং প্রক্রিয়ায় এখন বেশ অভ্যস্ত শহরবাসী ৷ এবার নগদ টাকার সমস্যা এড়াতে এবং সরকার ঘোষিত সুযোগ সুবিধা পেতে ডিজিট্যাল পেমেন্টে জোর দিচ্ছে গ্যাস ডিলাররাও ৷ এবার থেকে কার্ড সোয়াইপ করে এলপিজি গ্যাসের দাম মেটাতে পারবেন গ্রাহকরা ৷ এর জন্য গ্যাস ডেলিভারি বয়দের কাছে থাকতে হবে POS মেশিন ৷ এই পরিষেবার নাম দেওয়া হয়েছে EZY TAP ৷
advertisement
advertisement
অনলাইনে এলপিজি গ্যাস বুকিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ৷ গ্যাস ডেলিভারির সময় ওই OTP নাম্বারটির মাধ্যমেই পেমেন্ট সম্পূর্ণ হবে ৷ POS মেশিনে ওই OTP টি দিলেই গ্রাহকের তথ্য ও পেমেন্ট উইন্ডো খুলে যাবে তখনই গ্রাহকের ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করলেই ক্যাশলেস পেমেন্ট কমপ্লিট ৷
advertisement
তবে এর জন্য গ্যাসের মোট দামের অতিরিক্তি ৫.২২ টাকা চোকাতে হচ্ছে গ্রাহককে ৷ ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু অঞ্চলে এবং উত্তর ২৪ পরগণায় শুরু হয়ে গিয়েছে গ্যাস কেনায় ডিজিট্যাল লেনদেন ৷
নোট বাতিলের একমাস পরেও মেটেনি নগদ সঙ্কট ৷ তাই সেই অবস্থা সামাল দিতে ক্যাশলেস লেনদেন জোর দিচ্ছে সরকার ৷ ৮ ডিসেম্বর নোট বাতিলের একমাস পূর্তিতে ডিজিট্যাল লেনদেনে উৎসাহ দিতে একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
advertisement
ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিতে চলল কেন্দ্রীয় সরকার ৷ ব্যক্তিগত ও ছোট দোকানের লেনদেন ক্যাশলেস, কার্ড মারফত হলে প্রত্যেক মাসে সরকার উক্ত ব্যক্তি ও দোকানের মালিকের অ্যাকাউন্টে পুরস্কার হিসেবে কিছু পরিমাণ অর্থ দেওয়া হবে ৷ ছোট দোকানকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ও উৎসাহী করার জন্যই এই ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ কিছুদিনের মধ্যে এই ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2016 2:25 PM IST