Partha Chatterjee: 'দাদা, অর্পিতা ED-র চার্জশিটে বলেছেন...' গাড়ির পা-দানি থেকেই মুখ ঘোরালেন পার্থ! বললেন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Partha Chatterjee: বৃহস্পতিবার আরও ১৪ দিন পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। সেই নির্দেশের পর আদালত চত্বর থেকে তাঁকে জেলে নিয়ে যাওয়ার পথেই আচমকা সাংবাদিকদের প্রশ্নে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
কলকাতা : বৃহস্পতিবার আরও ১৪ দিন পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। সেই নির্দেশের পর আদালত চত্বর থেকে তাঁকে জেলে নিয়ে যাওয়ার পথেই আচমকা সাংবাদিকদের প্রশ্নে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। স্পষ্ট উচ্চারণে কিন্তু নির্বিকার মুখে ঠিক গুণে গুণে চারটি শব্দ বললেন পার্থ।
বৃহস্পতিবার সন্ধ্যার মুখে আলিপুরের জেলা ও দেওয়ানি দায়রা আদালত চত্বরে পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়েই ধীর পদক্ষেপে বেরিয়ে আসতে দেখা যায় পার্থকে। পরনে হালকা সবুজ কুর্তা। উপরে হাতাকাটা জ্যাকেট। অপেক্ষারত সাংবাদিকদের দিক থেকে তাঁকে দেখেই ছুটে আসে একের পর এক প্রশ্ন। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকা, দুর্নীতির মূলে কে থেকে রাজ্যে ডিএ নিয়েও প্রশ্ন ছোড়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের দিকে।
advertisement
advertisement
রাজ্য সরকারের ডিএ বাড়ানোর খবরও দেওয়া হয় পার্থকে। এ-ও বলা হয়, অর্পিতা বলেছেন, সব টাকা পার্থের। একের পর এক খবর শুনে আচমকা গাড়িতে উঠেও, গাড়ির পা-দানি থেকে মুখ ঘোরালেন পার্থ। থমকে এক মুহূর্ত দাঁড়িয়েও যান। তারপরেই কেটে কেটে বলেন সেই চার শব্দ যা মোটেই আশা করেননি সাংবাদিককূল।
advertisement
যদিও অন্যান্য দিন এই সমস্ত প্রশ্ন শুনে মুখ বুজেই গাড়িতে উঠে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার তা হয়নি। গাড়ির দরজাটা খুলে পাদানিতে পা-ও রেখেছিলেন। হঠাৎই দাঁড়িয়ে মুখ ফেরান পার্থ। নির্বিকার মুখে বলেন, ‘‘আপনারা সবাই ভাল থাকুন।’’
advertisement
এর আগেও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন পার্থ। কখনও বলেছেন, ‘‘আসল দুর্নীতি কে করেছে তা প্রকাশ্যে আসবে।’’ কখনও বলেছেন, ‘‘তৃণমূলের কোনও ক্ষতি কেউ করতে পারবে না।’’ ক্ষোভও প্রকাশ করেছেন বহু বার। তবে শুভকামনা এই প্রথম জানালেন পার্থ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 12:43 AM IST