Partha Chatterjee: রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক! পার্থর ভাগ্নি জামাইয়ের বিপুল সম্পত্তিতেও রহস্য

Last Updated:

শুধু দুবাই নয়, দার্জিলিং, উত্তরাখণ্ড এবং পুরীতেও একাধিক হোটেল রয়েছে সম্পর্কে পার্থ চট্টোাপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্নর৷

পার্থর ভাগ্নি জামাই ধৃত প্রসন্ন কুমার রায়৷
পার্থর ভাগ্নি জামাই ধৃত প্রসন্ন কুমার রায়৷
#অনুুপ চক্রবর্তী, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির বহর দেখে চমকে গিয়েছিলেন রাজ্যবাসী৷ খুব একটা পিছিয়ে নেই পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাইও৷ প্রসন্ন কুমার রায় নামে ওই ব্যক্তিকে শুক্রবারই নিউ টাউন থেকে গ্রেফতার করেছে সিবিআই৷ অভিযোগ, দুবাইয়ের হোটেল মালিক প্রসন্নও এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত৷ কিন্তু তাঁরও উত্থান চমকে দেওয়ার মতোই৷
সিবিআই সূত্রে খবর, নিউ টাউন- রাজারহাট এলাকায় একাধিক জমি এবং বাগান বাড়ির মালিক এই প্রসন্ন৷ কিন্তু স্থানীয় সূত্রে খবর, প্রথম জীবনে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি৷ এর পর বাড়ি রং করার ঠিকাদার হয়ে ওঠেন প্রসন্ন৷ সেই তিনিই এখন দুবাইয়ে হোটেলের মালিক৷ সঙ্গে নিউ টাউন এলাকায় অন্তত পাঁচটি বাগান বাড়ি রয়েছে তাঁর৷
advertisement
advertisement
শুধু দুবাই নয়, দার্জিলিং, উত্তরাখণ্ড এবং পুরীতেও একাধিক হোটেল রয়েছে সম্পর্কে পার্থ চট্টোাপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্নর৷ রয়েছে কয়েকটি রিসর্ট৷ এ ছাড়াও উত্তরবঙ্গে তাঁর নামে বেশ কয়েক বিঘা জমিরও খোঁজ পেয়েছেন গোয়েন্দারা৷ মাত্র কয়েক বছরের মধ্যে কীভাবে রংয়ের ঠিকাদারির কাজ করে এই বিপুল সম্পত্তির মালিক হলেন প্রসন্ন, সেটাই এখন তাঁকে জেরা করে জানতে চান সিবিআই গোয়েন্দারা৷ এসএসসি নিয়োগ দুর্নীতির টাকা এই বিপুল সম্পত্তি কিনতে বিনিয়োগ করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা৷
advertisement
সিবিআই সূ্ত্রে খবর, গতকাল সল্টেলেকে প্রসন্নর কার রেন্টালের অফিস থেকে প্রদীপ কুমার সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনিও জড়িত বলে অভিযোগ৷ ওই অফিস থেকেই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে সম্পর্কিত একাধিক তথ্য এবং নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি৷
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও ধৃত প্রসন্নের যোগ ছিল বলে দাবি সিবিআই-এর৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাজারহাটের ধাড়সার মহম্মদপুরে দশ কাঠা জমির উপরে ওই ব্যবসায়ীর একটি তিন তলা বাগান বাড়ি রয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ সেই বাগান বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় একাধিক বার গিয়েছেন বলেও সিবিআই সূত্রে দাবি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক! পার্থর ভাগ্নি জামাইয়ের বিপুল সম্পত্তিতেও রহস্য
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement