Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারে নাকতলা উদয়ন সংঘের পুজোয় প্রভাব পড়বে না, জানাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা 

Last Updated:

পুজোর সাথে রাজনীতির যোগ নেই, জানাচ্ছেন ক্লাবের সদস্যরা ৷ 

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারে নাকতলা উদয়ন সংঘের পুজোয় প্রভাব পড়বে না, জানাচ্ছেন ক্লাবের কর্ম কর্তারা 
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারে নাকতলা উদয়ন সংঘের পুজোয় প্রভাব পড়বে না, জানাচ্ছেন ক্লাবের কর্ম কর্তারা 
আবীর ঘোষাল, কলকাতা: রাজ্যের শিল্প মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পরে অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে নাকতলা উদয়ন সংঘের পুজোর কি হবে? কারণ এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
অনেকেই বলেন ২০১১ সালে মন্ত্রী হওয়ার পরে এই পুজো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসাবেই পরিচিত হয়ে আসছে। তবে ক্লাবের সদস্যরা বলছেন, পুজোর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সম্পূর্ণ জৌলুসেই হবে দুর্গাপুজো। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ায় ‘অভিভাবকহীন’ হয়ে পড়ল নাকতলা উদয়ন সংঘ। এমনটাই মনে করছেন অনেকে। প্রভাব পড়তে পারে পুজোয় বলে সন্দিহান অনেকেই।
advertisement
advertisement
এই প্রেক্ষাপটে পুজো কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন দাস জানিয়েছেন, ‘‘ক্লাবের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলার কোনও কারণ নেই। আমাদের পুজো যেমন হতো, তেমনই হবে। পার্থবাবু ১১ বছর মন্ত্রী আছেন। আর পুজো ৩৮ বছর ধরে হচ্ছে। তাই এই ঘটনায় আমাদের পুজোয় প্রভাব পড়বে না।’’
advertisement
শুধু পার্থ চট্টোপাধ্যায় নন। গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। তিনি একটি সময় এই পুজোর ব্র‍্যান্ড অ্যাম্বাসেডার হয়েছিলেন। ইডি গ্রেফতার করেছে তাকে। তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা। আর তা নিয়ে জোর চর্চা রাজনৈতিক ও সামাজিক মহলে। এর কি কোনও প্রভাব পড়বে? ক্লাবের সদস্যরা জানিয়েছেন, ‘‌অর্পিতা ক্লাবের সদস্য নন। কোনওদিনই ছিলেন না। এই পুজোর উন্নতির নেপথ্যে রয়েছে ক্লাবের সদস্যদের নিরলস পরিশ্রম। আইনি জটিলতা কাটিয়ে পার্থ বাবু আবার নিশ্চয়ই ক্লাবে আসবেন। এই আশা আমরা রাখি।’‌
advertisement
গত দুই বছর কোভিডের জন্যে সে অর্থে জৌলুস ছিল না কলকাতার কোনও বড় ক্লাবের। এবার করোনা ভাইরাস নিয়ন্ত্রণে থাকায় সবাই বিগ বাজেটের পুজো করছেন। গতবারও বড় করে পুজো হয়েছিল। ইতিমধ্যেই বিশ্বের দরবারে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তাই পুজো নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে। তাই নামকরা পুজো কমিটিগুলি এবার কী থিম করছে?‌ সেদিকে সবার নজর রয়েছে। নাকতলা উদয়ন সংঘ বরাবর বিগ বাজেটের পুজো করে। তাই সেখানে এখন থেকেই ফোকাস করা হচ্ছে। ক্লাবের সদস্যরা জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর পুজোর র‍্যালিতেও তারা অংশগ্রহণ করবেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারে নাকতলা উদয়ন সংঘের পুজোয় প্রভাব পড়বে না, জানাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement