Partha Chatterjee: এসএসকেএম-এ স্থানবদল পার্থর, দ্রুত ICU-তে নিয়ে যেতেই নতুন ব্যবস্থা! নজরে সকালে ১১টা

Last Updated:

Partha Chatterjee: রাতে আইসিসিইউ ১৮ কেবিন থেকে কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

এসএসকেএম-এ পার্থ
এসএসকেএম-এ পার্থ
#কলকাতা: গ্রেফতার হওয়ার পর দিনভর চরম টানটান চিত্রনাট্য। শেষমেশ আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শনিবার এসএসকেএম হাসপাতালের কার্ডিলিওজি বিভাগের আইসিসিইউ-তে ভর্তি করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ আদালতের নির্দেশেই চিকিৎসার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় শনিবার সন্ধ্যায়৷ হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে৷ পাশাপাশি, তাঁর বুকে যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী৷ এছাড়াও তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও চিকিৎসকদের জানিয়েছিলেন পার্থবাবু৷
এরপরই রাতে আইসিসিইউ ১৮ কেবিন থেকে কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ১ নম্বর কেবিনে রাখার কারণ হিসেবে চিকিৎসকদের সূত্র জানাচ্ছে সেখান থেকে আইসিইউ দ্রুত পৌঁছনো যাবে। রবিবার চিকিৎসকদের টিম বেলা ১১ টা নাগাদ বৈঠক করবেন তাঁর শারীরিক অবস্থা নিয়ে। ৬ জন চিকিৎসকের মধ্যে কয়েকজন ভার্চুয়ালি।
advertisement
advertisement
শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পার্থ চট্টোপাধ্যায়কে দু' দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ এর পরই পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বলে তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা দেন মন্ত্রীর আইনজীবী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর জন্য ইডি-র তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন বিচারক৷
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের ডায়েবেটিস, উচ্চ রক্তচাপ সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ তাঁর আইনজীবীরা সংবাদমাধ্যমের সামনেও দাবি করেছেন, গ্রেফতারির পর যথেষ্টই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ শনিবার সকালে, প্রায় ২৭ ঘণ্টা জেরার পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: এসএসকেএম-এ স্থানবদল পার্থর, দ্রুত ICU-তে নিয়ে যেতেই নতুন ব্যবস্থা! নজরে সকালে ১১টা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement