Partha Chatterjee: এসএসকেএম-এ স্থানবদল পার্থর, দ্রুত ICU-তে নিয়ে যেতেই নতুন ব্যবস্থা! নজরে সকালে ১১টা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Partha Chatterjee: রাতে আইসিসিইউ ১৮ কেবিন থেকে কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
#কলকাতা: গ্রেফতার হওয়ার পর দিনভর চরম টানটান চিত্রনাট্য। শেষমেশ আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শনিবার এসএসকেএম হাসপাতালের কার্ডিলিওজি বিভাগের আইসিসিইউ-তে ভর্তি করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ আদালতের নির্দেশেই চিকিৎসার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় শনিবার সন্ধ্যায়৷ হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে৷ পাশাপাশি, তাঁর বুকে যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী৷ এছাড়াও তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও চিকিৎসকদের জানিয়েছিলেন পার্থবাবু৷
এরপরই রাতে আইসিসিইউ ১৮ কেবিন থেকে কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ১ নম্বর কেবিনে রাখার কারণ হিসেবে চিকিৎসকদের সূত্র জানাচ্ছে সেখান থেকে আইসিইউ দ্রুত পৌঁছনো যাবে। রবিবার চিকিৎসকদের টিম বেলা ১১ টা নাগাদ বৈঠক করবেন তাঁর শারীরিক অবস্থা নিয়ে। ৬ জন চিকিৎসকের মধ্যে কয়েকজন ভার্চুয়ালি।
advertisement
advertisement
শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পার্থ চট্টোপাধ্যায়কে দু' দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ এর পরই পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বলে তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা দেন মন্ত্রীর আইনজীবী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর জন্য ইডি-র তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন বিচারক৷
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের ডায়েবেটিস, উচ্চ রক্তচাপ সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ তাঁর আইনজীবীরা সংবাদমাধ্যমের সামনেও দাবি করেছেন, গ্রেফতারির পর যথেষ্টই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ শনিবার সকালে, প্রায় ২৭ ঘণ্টা জেরার পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2022 8:43 AM IST