Partha Chatterjee admitted in SSKM: এসএসকেএম-এর আইসিসিইউ-তে ভর্তি পার্থ! বুকে ব্যথা, বেশি ক্রিয়েটিনিনের মাত্রা

Last Updated:

রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে৷ পাশাপাশি, তাঁর বুকে যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷

গ্রেফতারির পর দৃশ্যতই বিধ্বস্ত লেগেছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ Photo-PTI
গ্রেফতারির পর দৃশ্যতই বিধ্বস্ত লেগেছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ Photo-PTI
#কলকাতা: এসএসকেএম হাসপাতালের কার্ডিলিওজি বিভাগের আইসিসিইউ-তে ভর্তি করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ আদালতের নির্দেশেই চিকিৎসার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এ দিন সন্ধ্যায়৷ হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে৷ পাশাপাশি, তাঁর বুকে যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী৷ এছাড়াও তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও চিকিৎসকদের জানিয়েছেন পার্থবাবু৷
এ দিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পার্থ চট্টোপাধ্যায়কে দু' দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ এর পরই পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বলে তাঁর শারীরিক অবস্থায় আদালতকে মেডিক্যাল রিপোর্ট জমা দেন মন্ত্রীর আইনজীবী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর জন্য ইডি-র তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন বিচারক৷
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের ডায়েবেটিস, উচ্চ রক্তচাপ সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে৷ তাঁর আইনজীবীরা এ দিন সংবাদমাধ্যমের সামনেও দাবি করেছেন, গ্রেফতারির পর যথেষ্টই অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷
এ দিন সকালেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷
আদালতের নির্দেশ মতো রাত আটটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রথমে কার্ডিওলজি শাখার জরুরি বিভাগে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন৷ করা হয় বেশ কিছু রক্ত পরীক্ষা৷ রক্তচাপও মাপা হয়৷ এর পরেই পার্থ বাবুকে আইসিসিইউ-তে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ নেফ্রোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ সহ ক্রিটিকাল মেডিসিনের চিকিৎসকরা পার্থ চট্টোপাধ্যায় কে পরীক্ষা-নিরীক্ষা করছেনবলেই হাসপাতাল সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee admitted in SSKM: এসএসকেএম-এর আইসিসিইউ-তে ভর্তি পার্থ! বুকে ব্যথা, বেশি ক্রিয়েটিনিনের মাত্রা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement