Partha Chatterjee taken to Bhubaneswar: পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্সে, এইমস-এ হবে স্বাস্থ্য পরীক্ষা

Last Updated:

স্বাস্থ্য পরীক্ষার পর আজ বিকেল তিনটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট আজই ইডি-র বিশেষ আদালতে পেশ করা হবে৷

এই এয়ার অ্যাম্বুল্যান্সে করেই ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় পার্থকে৷
এই এয়ার অ্যাম্বুল্যান্সে করেই ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় পার্থকে৷
#সাহ্নিক ঘোষ ও শঙ্কু সাঁতরা, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল এয়ার অ্যাম্বুল্যান্স৷ সকাল সাড়ে ৯টার মধ্যেই ভুবনেশ্বর পৌঁছে যাবে এয়ার অ্যাম্বুল্যান্স৷ বিমানবন্দর থেকে সরাসরি ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে৷ সেই মতো ভুবনেশ্বর বিমানবন্দরেও অ্যাম্বুল্যান্স এবং পুলিশের কনভয় প্রস্তুত রাখা হয়েছে৷
এসএসকেএম হাসপাতাল থেকে এ দিন সকালে একটি বড় অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়৷ তার পর সেটি থেকে নামিয়ে একটি ছোট অ্যাম্বুল্যান্সে করে রাজ্যের মন্ত্রীকে এয়ার অ্যাম্বুল্যান্সের কাছে নিয়ে যাওয়া হয়৷
কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে৷ তার জন্য গুয়াহাটি থেকে এ দিন সকালেই কলকাতায় পৌঁছয় এয়ার অ্যাম্বুল্যান্স৷ বিমাবন্দরের পাঁচ নম্বর কার্গো গেট দিয়ে সরাসরি ভিতরে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাম্বুল্যান্সকে৷ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই ভুবনেশ্বর যাবেন ইডি অফিসার মিথিলেশ কুমার মিশ্র৷ এছাড়াও থাকবেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত৷ চিকিৎসক তুষারকান্তি পাত্রও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভুবনেশ্বর পৌঁছবেন৷
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুবনেশ্বর এইমস-এ নেফ্রলজিস্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এ দিন বিকেলে ভিডিও লিঙ্কের মাধ্যমে বা ভার্চুয়ালি ইডি-র বিশেষ আদালতের শুনানিতে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে৷ কারণ ব্যাঙ্কশাল আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে দু' দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন৷
advertisement
স্বাস্থ্য পরীক্ষার পর আজ বিকেল তিনটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট আজই ইডি-র বিশেষ আদালতে পেশ করা হবে৷ শনিবার গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত৷ সেই মতো হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷
advertisement
কিন্তু এসএসকেএম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ছিল না ইডি-র৷ ফলে হাসপাতালের রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ অন্য কোনও রাজ্যে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর আবেদন জানানো হয় ইডি-র তরফে৷ সেই আবেদনেই সাড়া দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী৷
এসএসকেএম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ছিল না ইডি-র৷ ফলে হাসপাতালের রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ অন্য কোনও রাজ্যে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর আবেদন জানানো হয় ইডি-র তরফে৷ সেই আবেদনেই সাড়া দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee taken to Bhubaneswar: পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্সে, এইমস-এ হবে স্বাস্থ্য পরীক্ষা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement