Partha Chatterjee taken to Bhubaneswar: পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্সে, এইমস-এ হবে স্বাস্থ্য পরীক্ষা

Last Updated:

স্বাস্থ্য পরীক্ষার পর আজ বিকেল তিনটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট আজই ইডি-র বিশেষ আদালতে পেশ করা হবে৷

এই এয়ার অ্যাম্বুল্যান্সে করেই ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় পার্থকে৷
এই এয়ার অ্যাম্বুল্যান্সে করেই ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় পার্থকে৷
#সাহ্নিক ঘোষ ও শঙ্কু সাঁতরা, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল এয়ার অ্যাম্বুল্যান্স৷ সকাল সাড়ে ৯টার মধ্যেই ভুবনেশ্বর পৌঁছে যাবে এয়ার অ্যাম্বুল্যান্স৷ বিমানবন্দর থেকে সরাসরি ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে৷ সেই মতো ভুবনেশ্বর বিমানবন্দরেও অ্যাম্বুল্যান্স এবং পুলিশের কনভয় প্রস্তুত রাখা হয়েছে৷
এসএসকেএম হাসপাতাল থেকে এ দিন সকালে একটি বড় অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়৷ তার পর সেটি থেকে নামিয়ে একটি ছোট অ্যাম্বুল্যান্সে করে রাজ্যের মন্ত্রীকে এয়ার অ্যাম্বুল্যান্সের কাছে নিয়ে যাওয়া হয়৷
কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে৷ তার জন্য গুয়াহাটি থেকে এ দিন সকালেই কলকাতায় পৌঁছয় এয়ার অ্যাম্বুল্যান্স৷ বিমাবন্দরের পাঁচ নম্বর কার্গো গেট দিয়ে সরাসরি ভিতরে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাম্বুল্যান্সকে৷ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই ভুবনেশ্বর যাবেন ইডি অফিসার মিথিলেশ কুমার মিশ্র৷ এছাড়াও থাকবেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত৷ চিকিৎসক তুষারকান্তি পাত্রও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভুবনেশ্বর পৌঁছবেন৷
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুবনেশ্বর এইমস-এ নেফ্রলজিস্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এ দিন বিকেলে ভিডিও লিঙ্কের মাধ্যমে বা ভার্চুয়ালি ইডি-র বিশেষ আদালতের শুনানিতে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে৷ কারণ ব্যাঙ্কশাল আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে দু' দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন৷
advertisement
স্বাস্থ্য পরীক্ষার পর আজ বিকেল তিনটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট আজই ইডি-র বিশেষ আদালতে পেশ করা হবে৷ শনিবার গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত৷ সেই মতো হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷
advertisement
কিন্তু এসএসকেএম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ছিল না ইডি-র৷ ফলে হাসপাতালের রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ অন্য কোনও রাজ্যে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর আবেদন জানানো হয় ইডি-র তরফে৷ সেই আবেদনেই সাড়া দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী৷
এসএসকেএম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ছিল না ইডি-র৷ ফলে হাসপাতালের রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ অন্য কোনও রাজ্যে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানোর আবেদন জানানো হয় ইডি-র তরফে৷ সেই আবেদনেই সাড়া দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee taken to Bhubaneswar: পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্সে, এইমস-এ হবে স্বাস্থ্য পরীক্ষা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement