Partha Chatterjee: পার্থর জামিনের আবেদনে উষ্মা প্রকাশ বিচারকের, আবেদন প্রত্যাহার আইনজীবীর!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Partha Chatterjee: কোনও পৃথক দিন নয়, শুনানির নির্ধারিত দিনেই করতে হবে, তা না হলে আবেদন প্রত্যাহার করতে পারেন, মন্তব্য বিচারকের। আবেদন প্রত্যাহার করে নেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনে উষ্মা প্রকাশ বিচারকের। জামিনের শুনানির জন্য পৃথক কোনও দিন নয়, নির্ধারিত দিনেই হোক শুনানি। পার্থর আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারকের। সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকার কারণে পার্থর হয়ে আজ জুনিয়র আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন। তাঁর তরফে আদালতে জামিনের শুনানির জন্য পৃথক দিনের আবেদন করা হয়।
তাতেই উষ্মা প্রকাশ বিচারকের। কোনও পৃথক দিন নয়, শুনানির নির্ধারিত দিনেই করতে হবে, তা না হলে আবেদন প্রত্যাহার করতে পারেন, মন্তব্য বিচারকের। আবেদন প্রত্যাহার করে নেন পার্থর আইনজীবী। প্রসঙ্গত, গত সপ্তাহে পার্থর জামিনের জন্য পৃথক শুনানি হয়েছিল। ওই দিন জামিন খারিজ করে দিয়েছিল আদালত।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত বুধবার ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও আনেন তিনি। প্রায় এক বছরের বেশি সময় পর আবার তাঁর নাম শোনা গেল তৃণমূল সাংসদ তথা সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এত দিন জেলে থাকা হয়ে গেলেও পার্থ কেন ন্যায়বিচার পেলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
advertisement
অভিষেক ‘প্রতিহিংসার রাজনীতি’-র তত্ত্ব তুলে আবারও কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন। বিজেপিকে তুলোধনা করার পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে এই দাবির স্বপক্ষে যুক্তি দেন সাংসদ। এ কথা-ও কথায় বলতে গিয়ে বলেন, “কে বিচার পেয়েছে? ১৪ মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। বলুন তো কী সুরাহা হয়েছে? কে পেয়েছে ন্যয়বিচার?” সেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন ঘিরেই এবার উষ্মা প্রকাশ করলেন বিচারক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2023 5:37 PM IST