Partha Chatterjee Arpita Mukherjee: শূন্য এ বাড়িতে...নাকতলা-টালিগঞ্জের চর্চিত বিলাসে আজ ধুলোর স্তর, আসে না কেউ, শুধুই 'অপা'র শূন্যতা

Last Updated:

Partha Chatterjee Arpita Mukherjee: নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় ইডির হাতে গ্রেফতারের এক বছর পার। শুনশান নাকতলার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, গার্ড রেল দিয়ে ঘেরা, চেনা ভিড় উধাও।

'অপা'র শূন্যতা
'অপা'র শূন্যতা
অর্পিতা হাজরা, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ইডির হাতে গ্রেফতারির এক বছর সম্পূর্ণ হল। কী অবস্থা এখন পার্থ ও অর্পিতার বাড়ির? এক সময়ে জাকজমকপূর্ণ ব্যস্ত ফ্ল্যাট আজ শুনশান অবস্থায় পড়ে আছে।
তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি এখন শুনশান। বাড়ির সামনে গার্ড রেল থাকলেও ব্যস্ততা নেই। আনাগোনা নেই লোকজনের। শুনশান পড়ে আছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। এই বাড়িতে এক বছর আগে ইডি তল্লাশি করতে এসে অর্পিতার নামে একটি দলিল পায়। আর সেই সূত্র ধরেই অর্পিতার দুটি ফ্ল্যাটে তল্লাশি করে প্রায় ৪৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই সূত্রেই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় ও ডায়মন্ড সিটি থেকে গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায়।
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে গার্ড রেল থাকলেও বাড়িতে কেউ থাকেন না। আসেন না কোনও আত্মীয়রা নাকতলার বাড়িতে। বন্ধ বাড়ির সামনে গাছ রয়েছে সাজানো। বন্ধ গেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের নেম প্লেট জ্বলজ্বল করছে। বাড়ির সামনে যে বহু মানুষ আগে দেখা করতে আসত, সেই রাস্তা এখন ফাঁকা। আশপাশের প্রতিবেশীদের মুখেও কুলুপ। কেউ কেউ জানালেন, বিচারধীন বিষয় নিয়ে কিছু বলব না। তবে এই বাড়িতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর আর কেউ আসে না। বাড়ি রয়েছে বাড়ির মতোই। ভিড়ে ঠাসা চেনা নাকতলার রাস্তা এখন শুনশান।
advertisement
একই চিত্র অর্পিতার ফ্ল্যাটেও। এক বছর আগে টালিগঞ্জের ডায়মন্ড সিটিতে অর্পিতার ফ্ল্যাটে থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। ডায়মন্ড সিটি ও বেলঘরিয়া ফ্ল্যাট মিলে প্রায় ৪৯ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছিল। এক বছর পর এখনও তালা বন্ধ,  সিল করা ওই দুই ফ্ল্যাট। অর্পিতার ফ্ল্যাটে আত্মীয় বা কেউই আসেন না বলে জানালেন নিরাপত্তারক্ষী। সব মিলে বলা যায় গ্রেফতারের এক বছর পর সর্বদা ব্যস্ততম রাস্তায় চেনা ভিড় আজ উধাও। শুনশান অবস্থায় পড়ে রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Arpita Mukherjee: শূন্য এ বাড়িতে...নাকতলা-টালিগঞ্জের চর্চিত বিলাসে আজ ধুলোর স্তর, আসে না কেউ, শুধুই 'অপা'র শূন্যতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement