Partha Chatterjee Arpita Mukherjee: শূন্য এ বাড়িতে...নাকতলা-টালিগঞ্জের চর্চিত বিলাসে আজ ধুলোর স্তর, আসে না কেউ, শুধুই 'অপা'র শূন্যতা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
Partha Chatterjee Arpita Mukherjee: নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় ইডির হাতে গ্রেফতারের এক বছর পার। শুনশান নাকতলার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, গার্ড রেল দিয়ে ঘেরা, চেনা ভিড় উধাও।
অর্পিতা হাজরা, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ইডির হাতে গ্রেফতারির এক বছর সম্পূর্ণ হল। কী অবস্থা এখন পার্থ ও অর্পিতার বাড়ির? এক সময়ে জাকজমকপূর্ণ ব্যস্ত ফ্ল্যাট আজ শুনশান অবস্থায় পড়ে আছে।
তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি এখন শুনশান। বাড়ির সামনে গার্ড রেল থাকলেও ব্যস্ততা নেই। আনাগোনা নেই লোকজনের। শুনশান পড়ে আছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। এই বাড়িতে এক বছর আগে ইডি তল্লাশি করতে এসে অর্পিতার নামে একটি দলিল পায়। আর সেই সূত্র ধরেই অর্পিতার দুটি ফ্ল্যাটে তল্লাশি করে প্রায় ৪৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই সূত্রেই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় ও ডায়মন্ড সিটি থেকে গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায়।
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে গার্ড রেল থাকলেও বাড়িতে কেউ থাকেন না। আসেন না কোনও আত্মীয়রা নাকতলার বাড়িতে। বন্ধ বাড়ির সামনে গাছ রয়েছে সাজানো। বন্ধ গেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের নেম প্লেট জ্বলজ্বল করছে। বাড়ির সামনে যে বহু মানুষ আগে দেখা করতে আসত, সেই রাস্তা এখন ফাঁকা। আশপাশের প্রতিবেশীদের মুখেও কুলুপ। কেউ কেউ জানালেন, বিচারধীন বিষয় নিয়ে কিছু বলব না। তবে এই বাড়িতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর আর কেউ আসে না। বাড়ি রয়েছে বাড়ির মতোই। ভিড়ে ঠাসা চেনা নাকতলার রাস্তা এখন শুনশান।
advertisement
একই চিত্র অর্পিতার ফ্ল্যাটেও। এক বছর আগে টালিগঞ্জের ডায়মন্ড সিটিতে অর্পিতার ফ্ল্যাটে থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। ডায়মন্ড সিটি ও বেলঘরিয়া ফ্ল্যাট মিলে প্রায় ৪৯ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছিল। এক বছর পর এখনও তালা বন্ধ, সিল করা ওই দুই ফ্ল্যাট। অর্পিতার ফ্ল্যাটে আত্মীয় বা কেউই আসেন না বলে জানালেন নিরাপত্তারক্ষী। সব মিলে বলা যায় গ্রেফতারের এক বছর পর সর্বদা ব্যস্ততম রাস্তায় চেনা ভিড় আজ উধাও। শুনশান অবস্থায় পড়ে রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2023 3:41 PM IST