Rajanya Halder Tmc: খোদ মমতার 'সিলেকশন', একুশের মঞ্চে সুপারহিট এই তরুণী! কে সে, কেনই বা নজরে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rajanya Halder Tmc: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ‘জয়ী’ ব্যান্ডের অন্যতম সদস্য রাজন্যা হালদার।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ‘জয়ী’ ব্যান্ডের অন্যতম সদস্য রাজন্যা হালদার। মাস কয়েক আগে ধর্মতলায় শহিদ মিনারের পাদদেশে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ২ দিনের ধরনা চলাকালীন তৃণমূল ছাত্র-যুবদের গান শুনে এই ব্যান্ডটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। ৪,৫ জনের গানের দলকে নিজেই বেশ কিছু বাদ্যযন্ত্রও সরবরাহ করেন। সেই ব্যান্ডের সদস্যই প্রেসিডেন্সির ছাত্রী রাজন্যা।
advertisement
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলের যুবনেত্রী রাজন্যা হালদারের সঙ্গে পরিচয় করিয়ে দেন উপস্থিত জনতার। তাঁকে বক্তৃতা রাখতে বলেন তিনি। সুযোগ পেয়ে মিনিট দশেকের টানটান বক্তৃতায় সভা মাতান রাজন্যা। মঞ্চে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন প্রেসিডেন্সির এই ছাত্রী।
advertisement
advertisement
২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে রাজন্যা বলেন, ''৩০ বসন্ত পেরিয়ে আজ স্বপ্ন দেখি, ধর্মতলায় নয়, ২০২৪-এ লালকেল্লার বুকে হবে ২১ জুলাই পালন।'' বক্তৃতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ টেনে আনেন রাজন্যা। তিনি বলেন, ‘কয়েক দশক আগে এক বাঙালি আমাদের বলেছিলেন দিল্লি চলো, আফশোষ হয়, সেদিন আমরা যেতে পারিনি। আজ ফের এক বাঙালি ডাক দিয়েছেন ইউনাইটেড ইন্ডিয়া হয়ে দিল্লি চলো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকব।''
advertisement
শহিদ দিবসে দলের তৈরি করে দেওয়া ‘থিম’ মেনে প্রতীক দেওয়া হলুদ সালোয়ার পরে মঞ্চে উঠেছিলেন রাজন্যা। শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ছাতা’, ‘বটগাছ’, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব প্রজন্মের ‘নয়নের মণি’ বলে সম্বোধন করেন তিনি। সকলকে শ্রদ্ধা জানিয়ে শুরু করেই দিলেন দিল্লি দখলের বার্তা। গোটা পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন, রাজন্যা ভবিষ্যতে যুব তৃণমূলের মুখ হতে চলেছেন। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।