#কলকাতা: কলকাতা পুরভোটের দিনক্ষণ (Kolkata Municipal Election 2021) ঘোষণা হয়ে গিয়েছে। এবার পালা ছোট লালবাড়ি দখলের লক্ষ্যে লড়াইয়ের। ইতিমধ্যেই একাধিক জায়গায় দেওয়াল লিখনও শুরু হয়ে গেছে। শুক্রবার সকালে প্রথমে বামেরা প্রার্থী ঘোষণা করে। বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কিন্তু যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেই তৃণমূলের প্রার্থী তালিকা অবশেষে ঘোষণা করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণার আগে দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোররাও। দীর্ঘ বৈঠকের পর অবশ্য প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রে খবর, প্রার্থী তালিকা ঘোষণায় এক ব্যক্তি, এক পদ নীতিতেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে কিছুক্ষেত্রে তার ব্যতিক্রমও হতে পারে বলে মনে করছিলেন অনেকেই।
আরও পড়ুন: মেয়র পারিষদ থেকে বরো চেয়ারম্যান, কলকাতায় নিজের আসন 'নেই' বহু হেভিওয়েটের!
পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের বাকি সব শীর্ষ নেতৃত্বের সর্বসম্মতিক্রমে ১৪৪ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী চূড়ান্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সম্মত হয়েছেন। প্রার্থী তালিকায় মহিলা, যুবদের গুরুত্ব দেওয়া হয়েছে।'' তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ''তৃণমূলের ১২৬ পুরনো প্রার্থীর মধ্যে ৮৭ জনকে আবার প্রার্থী করা হল। পুরনো ৬ জনের ওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। পুরনোদের মধ্যে ৩৯ জনকে প্রার্থী করা হয়নি। তাঁরা সংগঠনের কাজ করবে।'' ৪৫ শতাংশ কেন্দ্রে মহিলা প্রার্থীরা জায়গা পেয়েছেন।''
আরও পড়ুন: কলকাতায় প্রশান্ত কিশোর, এক বৈঠকেই ভাগ্য নির্ধারণ তৃণমূলের বহু নেতার!
তবে, যাঁদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেই ফিরহাদ হাকিমকে প্রার্থী করা হচ্ছে, প্রার্থী হচ্ছেন অতীন ঘোষও। দেবাশিস কুমার এবং দেবব্রত মজুমদার বিধায়ক হয়ে ঠাঁই পেয়েছেন। প্রার্থী হচ্ছেন সাংসদ মালা রায়ও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Municipal Corporation Elections 2021, TMC candidate List