Prashant Kishor: কলকাতায় প্রশান্ত কিশোর, এক বৈঠকেই ভাগ্য নির্ধারণ তৃণমূলের বহু নেতার!

Last Updated:

Prashant Kishor: আজই হতে পারে কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা। সেই প্রার্থী তালিকা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবেন প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোরের ফাইল ছবি
প্রশান্ত কিশোরের ফাইল ছবি
#কলকাতা: তৃণমূল নেত্রীর মুখই তৃতীয় বারের জন্য বাংলায় ঘাসফুল শিবিরকে ক্ষমতায় বসালেও, ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ভূমিকাকেও অগ্রগণ্য বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষকই। তা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) জানেন। আর তাই দলের সাংগঠনিক রদবদল হোক বা কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা, প্রশান্তের পরামর্শ ছাড়া ইদানীং বিশেষ এগোন না তৃণমূল নেত্রী। সেই সূত্রেই শুক্রবার কলকাতায় এলেন ভোটকুশলী। কারণ কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা। সেই প্রার্থী তালিকা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবেন প্রশান্ত কিশোর।
প্রসঙ্গত, তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকও রয়েছে আগামী সোমবার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ওই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্যই হাজির থাকতে বলা হয়েছে। সেই বৈঠকেও প্রশান্ত কিশোর থাকতে পারেন বলে জল্পনা চলছে।
তৃণমূল সূত্রে খবর, জাতীয় রাজনীতিতে দলের অভিমুখ ঠিক করতেই ওই বৈঠক। সেখান থেকেই দলের রূপরেখা এঁকে দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদরা কী ভূমিকা নেবেন, সেই বিষয়টিও ঠিক করে দেওয়া হবে।
advertisement
advertisement
তবে, তার আগে শুক্রবার কলকাতা পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। সেই প্রার্থী তালিকাতেও থাকবে প্রশান্ত কিশোর ছায়া। সূত্রের খবর, এবারের প্রার্থী তালিকায় স্বচ্ছ ভাবমূর্তির নেতাদেরই জায়গা দেওয়া হতে পারে। তাই বাদ পড়তে পারেন অনেকে। আবার নতুন সংযোজনও হতে পারে বেশ কিছু নাম।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক দিল্লি সফরে রিয়ানা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তনওয়ার, প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ, প্রাক্তন জেডি (ইউ) সাংসদ পবন বর্মা তৃণমূলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার মেঘালয়ের ১১ জন কংগ্রেস বিধায়ককে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা। সেই যোগদানের নেপথ্যেও অনেকেই বলছেন প্রশান্ত কিশোরের নাম।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: কলকাতায় প্রশান্ত কিশোর, এক বৈঠকেই ভাগ্য নির্ধারণ তৃণমূলের বহু নেতার!
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement