Subramanian Swamy on Modi Govt: এক ট্যুইটেই 'সব' বুঝিয়ে দিলেন সুব্রহ্মণ্যম স্বামী! মমতা-সাক্ষাতের পরই বিরাট পদক্ষেপ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Subramanian Swamy on Modi Govt: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সেরে কয়েক ঘণ্টার মধ্যেই মোদি সরকারকে ট্যুইটারে তুলোধনা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
#নয়াদিল্লি: 'মমতার পাশেই আছি, নতুন করে তৃণমূলে যোগ দেওয়ার দরকার নেই৷' বৃহস্পতিবার দেশের রাজধানী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক সেরে হঠাৎই এমনই শোরগোল ফেলা মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)৷ আর বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ তাহলে কি তৃণমূলেই যোগ দেবেন স্বামী? মুখে ''নতুন করে তৃণমূলে যোগ দেওয়ার দরকার নেই'' বললেও তাই এই বিজেপি সাংসদের তৃণমূলে যোগদান নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। সেই জল্পনায় রীতিমতো ঘি ঢেলে দিলেন স্বামী নিজেই। মমতার সঙ্গে সাক্ষাৎ সেরে কয়েক ঘণ্টার মধ্যেই মোদি সরকারকে ট্যুইটারে তুলোধনা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ (Subramanian Swamy on Modi Govt)।
Modi Government's Report Card: Economy---FAIL Border Security--FAIL Foreign Policy --Afghanistan Fiasco National Security ---Pegasus NSO Internal Security---Kashmir Gloom Who is responsible?--Subramanian Swamy
— Subramanian Swamy (@Swamy39) November 24, 2021
advertisement
এদিন ট্যুইটারে সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy on Modi Govt) লিখেছেন, ''মোদি সরকারের রিপোর্ট কার্ড: অর্থনীতি: ফেল, সীমান্ত সুরক্ষা: ফেল, বিদেশ নীতি: আফগানিস্তান ব্যর্থতা, জাতীয় নিরাপত্তা: পেগাসাস এনএসও, অভ্যন্তরীণ নিরাপত্তা: কাশ্মীর ব্যর্থতা, কে দায়ী: সুব্রহ্মণ্যম স্বামী।'' আর বিজেপি সাংসদের এই ট্যুইটের পরই জল্পনা আরও জোরদার হয়েছে, স্বামীরও গন্তব্য তবে কি তৃণমূল?
advertisement
সাম্প্রতিক কালে স্বামীর সঙ্গে বিজেপি-র সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ এই পরিস্থিতিতে সরাসরি তৃণমূলে যোগ না দিলেও বিজেপি সাংসদের অবস্থান দিল্লি রাজনীতিতে জোর জল্পনা তৈরি করেছে৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই ট্যুইটারে যেভাবে মোদি সরকারকে নিশানা করেছেন স্বামী, তাতেই শোরগোল পড়ে গিয়েছে।
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সুব্রহ্মণ্যম স্বামী৷ দু' জনের মধ্যে প্রায় চল্লিশ মিনিট বৈঠকও হয়৷ বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময়ই বিজেপি-র রাজ্যসভার সাংসদকে প্রশ্ন করা হয়, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন? সেই সময়ই স্বামীর সংক্ষিপ্ত জবাব ছিল, 'আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছি৷ আলাদা করে তৃণমূলে যোগ দেওয়ার প্রয়োজন নেই৷' আর তারপরই মোদি সরকারের একাধিক নীতি নিয়ে সমালোচনা শুরু করলেন দলেরই নেতা।
advertisement
প্রসঙ্গত, গত মাসেই বিজেপি-র জাতীয় কর্মসমিতি থেকে বাদ দেওয়া হয়েছে সুব্রহ্মণ্যম স্বামীকে৷ তার আগে ও পরেও বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে৷ এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে অনুমতি না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারেরও তীব্র সমালোচনা করেছিলেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2021 10:17 AM IST