Partha Chatterjee | Arpita Mukherjee: অর্পিতাকে কতটা চেনেন? পার্থর জবাবে ইডি আধিকারিকদের মাথায় হাত!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Partha Chatterjee | Arpita Mukherjee: ইডি সূত্রে জানা গিয়েছে, ED অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতাকে দেখিয়ে বলেন, আপনি কি এনাকে চেনেন? পার্থর উত্তর, ''না তেমন ভাবে চিনি না।''
#কলকাতা: অবশেষে মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার প্রায় আড়াই ঘন্টার বেশি সময় তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার প্রথম দফায় দুজনকে আলাদা করার জিজ্ঞাসাবাদ করা হয়। মুখোমুখি জিজ্ঞাসাবাদেও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সেই ভাবে সহযোগিতা করেনননি বলে জানা গিয়েছে ইডি সূত্রে। একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে চুপ করে বসে ছিলেন পার্থ (Partha Arpita ED Interrogation)। শুক্রবার তাই ফের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেন ইডি আধিকারিকরা।
মুখোমুখি জেরায় কী কী জিগ্যেস করে তথ্য উঠে এল? ইডি সূত্রে জানা গিয়েছে, ED অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতাকে দেখিয়ে বলেন, আপনি কি এনাকে চেনেন? পার্থর উত্তর, ''না তেমন ভাবে চিনি না।''
advertisement
ED অফিসারদের পাল্টা প্রশ্ন, ''তাহলে কী ভাবে চেনেন?'' পার্থর উত্তর, ''মাঝে মাঝে দেখেছি , অনেকেই আসত।''ED-র পাল্টা প্রশ্ন, ''উনি আপনার খুব ক্লোজ?'' পার্থর উত্তর, ''না, নাকতলা পুজোর সময় দেখেছি।''
advertisement
এখানেই শেষ নয়, ED-র প্রশ্ন, ''ওনার (অর্পিতার) বাড়িতে যে টাকা পাওয়া গেছে। আপনি জানেন?'' পার্থ বলেন, ''শুনেছি।'' সেই সময়ই ইডি আধিকারিকরা বলেন, ''এটা কি আপনার টাকা?'' পার্থর উত্তর, ''একদমই না।''ED -র পাল্টা প্রশ্ন, ''তাহলে কার টাকা?'' পার্থর উত্তর, ''জানি না।''
advertisement
জেরার গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে। ইডির
অভিযোগ, তথ্য প্রমাণ এক কথা বলছে। পার্থ অন্য কথা বলছেন। ইডির অভিযোগ পার্থ তথ্য গোপন করার চেষ্টা করছে, এবং কোর্টে এই কথা জানাবে তারা। ইডি সূত্রে এমনই খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2022 11:43 AM IST