Panchayat Election 2023: ভোটের হিংসায় রক্তাক্ত বাংলা... ভোটের শুরুতেই আট খুন, উত্তপ্ত মুর্শিদাবাদ

Last Updated:

Panchayat Election 2023: মৃতের নিরিখে এখনও সর্বাপেক্ষা উত্তপ্ত মুর্শিদাবাদ।

কলকাতা: ভোটের সকালেই রক্তাক্ত বাংলা। মৃতের নিরিখে এখনও সর্বাপেক্ষা উত্তপ্ত মুর্শিদাবাদ। কোচবিহার, মালদহ, উত্তর ২৪ পরগনাও রয়েছে তালিকায়। মুর্শিদাবাদেই খুন হয়েছেন তিনজন।
মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙা ষষ্ঠীতলা এলাকায় তৃণমূল কর্মীকে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে মৃতের নাম বাবর আলি। জানা গিয়েছে, ভোটের আগের দিন শুক্রবার রাতে গ্রামে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। তখনই দুষ্কৃতীরা এসে ফুলচাঁদ শেখ ও বাবর আলিকে মারধর করে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।
তুফানগঞ্জে খুন হয় তৃণমূল কর্মী ৷ বুথ ক্যাম্পে কাজ করার সময়  হামলায় নিহত হয় তৃণমূল কর্মী গণেশ সরকার ৷ তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ ভোটের আগের রাতে মৃত এক তৃণমূল কর্মী। কোচবিহার জেলার তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর এক গ্রাম পঞ্চায়েতের ছাট বলগা এলাকায় ৬৮ নম্বর বুথে দু’জন তৃণমূল কর্মী বুথ ক্যাম্পে কাজ করে বাড়ি ফিরছিলেন। পিছন থেকে অন্ধকারে তাদের ধারাল অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির দুষ্কৃতীদের দিকে। সেই ঘটনায় গণেশ দাস নামে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
ভোটের দিন সকালে খুন মুর্শিদাবাদে। শনিবার ভোর ৩’টে নাগাদ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদীপ গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সতোরুদ্দিন সেখ। ভোটের দিনভোরে বাড়িতে ঘুমাচ্ছিলেন ওই তৃণমূল কর্মী। সেই সময় কংগ্রেস কর্মীরা তাঁকে ডেকে নিয়ে গিয়ে খুন করে বলে অভিযোগ।
advertisement
ভোটের সকালে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ কদম্বগাছিতে। কদম্বগাছির নির্দল প্রার্থীর সমর্থক খুন। খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসক দলের বিরুদ্ধে বোমা-বন্দুক নিয়ে হামলার অভিযোগও জানান স্থানীয় বাসিন্দারা। বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। ভয় দেখানোর পাশাপাশি উত্তেজনা ছড়াতে নির্দল প্রার্থীর ক্যাম্প অফিস ভাঙচুর করে। এলাকায় প্রবল উত্তেজনা, অবরুদ্ধ টাকি রোড।
advertisement
ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযোগ, ভোট শুরুর আগেই একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। মৃত পোলিং এজেন্টের নাম মহাদেব বিশ্বাস।
মালদহের মানিকচকে বালুটোলার আসিনতলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর। কংগ্রেসের বিরুদ্ধে হামলা ও গুলি চালানোর অভিযোগ। ভোটের বলি আরও এক তৃণমূল কর্মী। শনিবার সকালে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
advertisement
গতকাল আউসগ্রাম-২ ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়ে প্রথমে বর্ধমান হাসপাতালে ভর্তি হন একজন। শারীরিক অবনতির কারণে গভীর রাতে এন আর এস-এ স্থানান্তরিত করা হয়। আজ সকালে কিছুক্ষণ আগে মৃত্যু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: ভোটের হিংসায় রক্তাক্ত বাংলা... ভোটের শুরুতেই আট খুন, উত্তপ্ত মুর্শিদাবাদ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement