Panchayat Election 2023 Abhishek Banerjee: অভিষেকের 'নিঃশব্দ বিপ্লব', রবিবারের বিরাট ঘটনা! বইয়ের পাতায় কী থাকবে, প্রবল জল্পনা শুরু
- Published by:Raima Chakraborty
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Panchayat Election 2023 Abhishek Banerjee: গত আট বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে এই বইয়ে, অপেক্ষায় গোটা রাজ্য।
কলকাতা: আগামী মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার পরেই দেশ জুড়ে দামামা বেজে যাবে লোকসভা নির্বাচনের। বছর বাকি থাকতেই, রাজ্যের রাজনৈতিক শিবিরে এখন জোর চর্চা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ‘নিঃশব্দ বিপ্লব’ নিয়ে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক শিবিরে।
আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করবেন সাংসদ হিসেবে তাঁর ‘সাফল্যের’ খতিয়ান, বই আকারে। সেই বইয়ের নাম ‘নিঃশব্দ বিপ্লব’। এদিন বিকেলে ফলতায়, ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে তিনি গত আট বছরে কী কী কাজ করেছেন তার সাফল্যের খতিয়ান প্রকাশ করবেন।
advertisement
২০১৪ সালে সাংসদ হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যকালের নয় বছর অতিবাহিত। এক বছর এখনও বাকি লোকসভা ভোটের।
advertisement
আরও পড়ুন: রাজ্য পুলিশের জন্য বিরাট নির্দেশ! সব ছুটি বাতিল, বড় চ্য়ালেঞ্জের মুখোমুখি উর্দিধারীরা
তবে কাজের খতিয়ান তুলে ধরার জন্য তিনি এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন, অপেক্ষা করলেন না অভিষেক বন্দোপাধ্যায়। সাংসদ হিসেবে বিগত আট বছরে ডায়মন্ড হারবারের কী কী উন্নতি ঘটালেন তিনি, সেই হিসেবই তুলে ধরবেন বই আকারে। আজ বিকেলে ১৮ জুন এই বই প্রকাশ অনুষ্ঠান হতে চলেছে। বইয়ের নাম ‘নিঃশব্দ বিপ্লব’ কেন? নেতৃত্বের তরফ থেকে দক্ষিণ ২৪ পরগনার সংগঠন বা দলীয় কাজের সঙ্গে যুক্ত কর্মীরা অবশ্য বলছেন, ‘‘ডায়মন্ড হারবারে গত আট বছরে প্রচুর কাজ হয়েছে। সাংসদ হিসেবে যে ধরনের উন্নয়নমূলক কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, তা সচরাচর দেখা যায় না। গত আট বছরে ডায়মন্ড হারবারের চেহারা কতটা বদলে দিয়েছেন সাংসদ, তা এলাকায় না গেলে বোঝা যাবে না। নিঃশব্দে কাজ করে গিয়েছেন অভিষেক। সেই কারণেই বইয়ের নাম নিঃশব্দ বিপ্লব।’’
advertisement
আরও পড়ুন: কী এমন ঘটছে করমণ্ডল দুর্ঘটনার সেই বাহানাগা বাজার স্টেশনে? বড় সিদ্ধান্ত নিল রেল
সামনের মাসেই রাজ্যে পঞ্চায়েত ভোট তার পর লোকসভা ভোট। দেশ জুড়ে বিজেপি-বিরোধী জোট গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরের রাজনীতিতে তাই তৃণমূলনেত্রী এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখেই রাজ্যের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে সাংগঠনিক কাজে যেমন তাঁকে দেখা যাচ্ছে, তেমনই বাংলার বাইরেও অসম, ত্রিপুরা, মেঘালয়, গোয়ার মতো রাজ্য সামলাচ্ছেন। এছাড়া জনসংযোগ যাত্রার দায়িত্বও সামলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বারবার বলে এসেছেন, ডায়মন্ড হারবার তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেখানের কাজ তুলে ধরা হয়েছে এই বইয়ের মাধ্যমে।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2023 11:07 AM IST