Pahalgam Terror Attack :কাশ্মীর থেকে ফেরার কথা ছিল আগামিকাল, জঙ্গিহানায় নিহত বিতানের দেহ ফিরল আজ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ফেরার কথা ছিল আগামিকাল কিন্তু আজকে ফিরল বাঙালি পর্যটক বিতান অধিকারীর নিথর দেহ। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-তে জঙ্গিহানায় মারা গিয়েছেন পাটুলির বাসিন্দা বিতান অধিকারী। পাটুলির বিতান, তাঁর স্ত্রী সোহিনী এবং সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন।
কলকাতা: ফেরার কথা ছিল আগামিকাল কিন্তু আজকে ফিরল বাঙালি পর্যটক বিতান অধিকারীর নিথর দেহ। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-তে জঙ্গিহানায় মারা গিয়েছেন পাটুলির বাসিন্দা বিতান অধিকারী। পাটুলির বিতান, তাঁর স্ত্রী সোহিনী এবং সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরেও বাড়িতে ফোন করেছিলেন। কথা হয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে। তখনও পরিবারের সঙ্গে আনন্দে ঘুরছিলেন, প্রাকৃতিক শোভা উপভোগ করছিলেন বিতান। কিন্তু তার কিছু সময় পরেই বদলে যায় পরিস্থিতি। সোহিনীর সামনেই জঙ্গিদের গুলিতে নিহত হন বিতান। বুধবার সন্ধ্যায় তাঁর দেহও ফিরেছে কলকাতায়।
আরও পড়ুন: চাকরিহারাদের বিক্ষোভে প্রথম সারিতে তিনি, SSC-র ‘যোগ্য’ তালিকায় নাম নেই খোদ চিন্ময় মণ্ডলেরই
বিমানবন্দরে পৌঁছানোর পরে বিতানের স্ত্রী সোহিনী সন্তানকে দেখিয়ে কাঁদতে কাঁদতে বললেন, “ওর চোখের সামনে ওর বাবাকে মেরেছে।” কিন্তু তার কিছু সময় পরেই বদলে যায় পরিস্থিতি। সোহিনীর সামনেই জঙ্গিদের গুলিতে নিহত হন বিতান।
advertisement
advertisement
বুধবার সন্ধ্যায় তাঁর দেহও ফিরেছে কলকাতায়। বিমানবন্দরে পৌঁছানোর পরে বিতানের স্ত্রী সোহিনী সন্তানকে দেখিয়ে কাঁদতে কাঁদতে বললেন, “ওর চোখের সামনে ওর বাবাকে মেরেছে।” বুধবার রাত সাড়ে আটটা নাগাদ কলকাতার দুই বাসিন্দার দেহ নিয়ে বিমান পৌঁছানোর কথা ছিল দমদম বিমানবন্দরে। তবে সময়ের কিছু আগেই বিমান পৌঁছে যায় দমদম বিমানবন্দরে। বিতান এবং সমীরের দেহ বিমানবন্দর থেকে শববাহী শকটে করে তাঁদের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে বিতানের দেহ তাঁর ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। ওই সময় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সাংসদ সায়নী ঘোষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 23, 2025 10:08 PM IST