Fraud: মহিলা কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা, ছবি ফাঁসের হুমকি দিয়ে প্রতারণা, ধৃত বেসরকারি সংস্থার মালিক

Last Updated:

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দারস্থ হন মহিলা। এর পরই তদন্ত শুরু করে গতকাল বাগুইহাটি এলাকার ওই অফিসে হানা দেয় সাইবার ক্রাইম থানার পুলিশ।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#অনুপ চক্রবর্তী, বিধাননগর: গোপন মুহূর্তের ছবি প্রকাশের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার একটি বেসরকারি সংস্থার মালিক। অভিযুক্ত সুনীল জয়সওয়ালকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
চলতি বছর এপ্রিল মাসের ১৪ তারিখ বরানগরের বাসিন্দা ৩৫ বছরের এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন, তিনি বাগুইহাটি এলাকার এস এস ট্রাভেলস অ্যান্ড ইনফোকম প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থায় ২০১০ সাল থেকে কাজ করতেন। সেই কাজের সূত্র ধরেই ওই সংস্থার কর্ণধার ৪৩ বছর বয়সের সুনীল জয়সওয়ালের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর।
advertisement
advertisement
সেই সম্পর্কের সুযোগ নিয়েই মহিলার গোপন মুহূর্তের কিছু ছবি ক্যামেরা বন্দি করে সুনীল। সেই সমস্ত ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৮টি ক্রেডিট কার্ড তৈরি করায় সুনীল। তবে প্রতিটি ক্রেডিট কার্ডে সুনীলের ফোন নম্বর রেজিষ্ট্রার করানো হয়।
advertisement
২০২১ সালের এপ্রিল মাস থেকে এই মহিলাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার জন্যে প্রস্তুতি শুরু করে সুনীল। সেই সময় ছবি এবং ক্রেডিট কার্ড গুলি ফেরত চান ওই মহিলা। তবে সেই কার্ড এবং ছবি মহিলাকে ফেরত না দিয়ে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই ৮টি ক্রেডিট কার্ড থেকে ১৫ লক্ষ টাকা তুলে নেয় অভিযুক্ত।
advertisement
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দারস্থ হন মহিলা। এর পরই তদন্ত শুরু করে গতকাল বাগুইহাটি এলাকার ওই অফিসে হানা দেয় সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে বড়বাজারের বাসিন্দা সুনীল জয়সওয়ালকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই অভিযুক্ত পরবর্তীতেও অন্য মহিলা কর্মীদের সঙ্গেও বাজে ব্যবহার করতেন। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে সূত্রে খবর। অভিযুক্ত আর কোনও মহিলাকে এই প্রতারণা চক্রের ফাঁদে ফেলেছিল কি না, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fraud: মহিলা কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা, ছবি ফাঁসের হুমকি দিয়ে প্রতারণা, ধৃত বেসরকারি সংস্থার মালিক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement