অসহায় প্রাণীদের জন্য নিরাপদ আশ্রয়, কলকাতায় পোষ্যদের দত্তক শিবিরে অভিনেতা অনিন্দ্য
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Manash Basak
Last Updated:
Animal lover: রবিবার এই দুই সংস্থা সাদার্ন অ্যাভিনিউয়ের কাছে দ্য কমন রুম ক্যাফেতে 'অ্যাডপ্ট-এ-পেট' নামে এক দত্তক শিবিরের আয়োজন করে
কলকাতা : Furrfolks কলকাতার একটি যুব সংগঠন। যারা আর্ত প্রাণীদের কল্যাণে কাজ করে চলেছে পাঁচ বছরেরও বেশি সময় ধরে। এই সংস্থা এবং প্রভা খৈতান ফাউন্ডেশন যৌথভাবে করুণা নামে একটি উদ্যোগ নিয়েছে, যাতে পোষ্য প্রাণীরা একটি শান্তির আশ্রয় খুঁজে পায়।
রবিবার এই দুই সংস্থা সাদার্ন অ্যাভিনিউয়ের কাছে দ্য কমন রুম ক্যাফেতে 'অ্যাডপ্ট-এ-পেট' নামে এক দত্তক শিবিরের আয়োজন করে। অ্যাডপ্ট-এ-পেট এটি ছিল 'Furrfolks' এর তৃতীয় অধ্যায়। এই উদ্যোগ নিঃসন্দেহে দত্তক-পোষ্য প্রাণীদের একটি নতুন আশ্রয় খুঁজে দেবে এবং তাদের বিকাশে সহায়তা করবে। কুকুরছানা এবং বিড়ালছানাদের উদ্ধার করা তাদের টিকাকরণ, দত্তক নেওয়া, পোষ্যদের নতুন আশ্রয় খুঁজে দেওয়া এই সব দায়িত্ব দীর্ঘ দিন ধরে খুব যত্ন সহকারে পালন করে চলেছে Furrfolks এবং এই মহৎ সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রভা খৈতান ফাউন্ডেশন।
advertisement
পোষ্য দত্তক নেওয়ার এই কর্মসূচির মধ্যে যেমন ছিল দত্তক নেওয়ার প্রক্রিয়া, অন্য দিকে ছিল পোষ্যদের টিকাকরণের ব্যবস্থাও। প্রভা খৈতান ফাউন্ডেশনের এর পক্ষ থেকে ব্র্যান্ডিং এবং কমিউনিকেশন চিফ মনীষা জৈন জানান, 'আমরা এই বছর Furrfolks-এর সাথে তাদের ' তৃতীয় অধ্যায়ে হাত মেলাতে পেরে খুবই আনন্দিত কারণ আমরা শুধু পোষা প্রাণী দত্তক নেওয়ার বিষয়ে সচেতনতা আনতে চাই তাই নয়, একই সঙ্গে শত শত গৃহহীন পোষ্য প্রাণীর জীবন বাঁচাতে সক্ষম হব।"
advertisement
advertisement

আরও পড়ুন : লঞ্চযাত্রীদের জন্য সুখবর! বায়ো টয়লেট সমেত অত্যাধুনিক জলযান নামছে গঙ্গায়
Furrfolks এর কো ফাউন্ডার রুমেলা মিত্র জানালেন, " এটি 'অ্যাডপ্ট-এ-পেট' এর থার্ড চ্যাপ্টার। এর আগে আরো দুটো চ্যাপ্টার আমরা সম্পন্ন করেছি। এই ক্যাম্পটা আরো প্রয়োজনীয় ছিল। কারণ মানুষরা হাইব্রিডস ডগ চায় কিন্তু ভারতীয় কুকুররা প্রতিদিন অনেক বেশি স্ট্রাগল করে। আমরা ওদের সেভাবে যত্ন নিই না। আমাদের সংস্থায় অনেক ইন্ডি ব্রিডস আছে যাতে করে এদের গ্রহণযোগ্যতা বাড়ে ভারতীয় পোষ্য দত্তক হিসেবে। আমরা বিড়ালছানাও দত্তক দিয়ে থাকি। তবে পোষ্য হিসেবে কুকুরছানা থেকে বিড়াল ছানাদের গ্রহণযোগ্যতা একটু কম। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই আমাদের এই উদ্যোগ। যাতে করে আমরা আমাদের পরিবারে আরও বেশি করে এই ভারতীয় কুকুর ও বেড়াল ছানাদের গ্রহণ করতে পারি। ফলে ওরাও নতুন বাড়ি, আশ্রয় খুঁজে পাবে। মোট তিনটি পদ্ধতি ভারতীয় পোষ্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টেরিলাইজেশন, ভ্যাক্সিনেশন এবং দত্তক। যাতে তারা বাইরের পরিবেশে থাকলেও সুস্থ ভাবে থাকতে পারে। বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্যই ওদের দত্তক নেওয়ার এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই ক্যাম্পে মোট ১২ টি কুকুর ছানা এবং ১২ বিড়াল ছানা ছিল। যাদের সবারই টিকা দেওয়া রয়েছে।"
advertisement
আরও পড়ুন : অমিত-আদিত্যর স্বপ্নপূরণ! বিয়ের ৪ বছর পর প্রথম সন্তান আসছে এই সমকামী দম্পতির সংসারে
এদিন এই পোষ্য দত্তক অনুষ্ঠানে একজন পশুপ্রেমী হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি বলেন, "আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই খুশি হয়েছি। আমি নিজেও একজন পশুপ্রেমী এবং আমার পাঁচটি পোষ্য রয়েছে। আমাদের অবহেলিত কুকুর বিড়ালদের প্রতি আরো যত্নবান হওয়া প্রয়োজন।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 4:09 PM IST