লঞ্চযাত্রীদের জন্য সুখবর! বায়ো টয়লেট সমেত অত্যাধুনিক জলযান নামছে গঙ্গায়
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Launch Service: এই সব আধুনিক জলযানগুলি মূলত ৮০ ও ১০০ আসনের। আপাতত হুগলি নদীতে চলাচল করবে এই জলযানগুলি
কলকাতা : জলপথ পরিবহণকে রাজ্যে আরও বেশি করে ব্যবহার করতে চায় সরকার৷ যাত্রীদের আরামপ্রদ সফরের উদ্দেশ্য নিয়ে তাই আধুনিক লঞ্চ পরিষেবা দিতে চায় রাজ্য পরিবহণ দফতর। তাই এবার ন'টি নয়া লঞ্চ বা জলযান নামাচ্ছে রাজ্য৷
এম ভি সরস্বতী, সঙ্গীত, আত্রেয়ী, রঙ্গিত, সঙ্গী, শীলাবতী, চাকাচাকি, বিয়াস, মোহনচূড়া – ন’টি নদীর নামে রাখা হয়েছে ন’টি জলযানের নাম। এই জলযান এবার যাত্রী পরিবহণে নামছে।এই সব আধুনিক জলযানগুলি মূলত ৮০ ও ১০০ আসনের। আপাতত হুগলি নদীতে চলাচল করবে এই জলযানগুলি।
বিশেষ করে হাওড়া থেকে কলকাতার একাধিক গঙ্গার ঘাট ও পাশ্ববর্তী জেলাগুলোর গুরুত্বপূর্ণ ফেরিঘাটে যেখানে যাত্রী সংখ্যার খুব চাপ থাকে, সেখানেই এই জলযানগুলি ভাসানো হবে। নদীর নামে আধুনিক জলযানগুলির নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ৯টি অত্যাধুনিক জেটিও চালু হয়েছে। সড়ক পরিবহণের পাশাপাশি জল পরিবহণকে সাজানোর উপরও জোর দিয়েছে রাজ্য সরকার।
advertisement
advertisement
আরও পড়ুন : বিবেক এক্সপ্রেস এ বার সপ্তাহে চার দিন চলবে, জানুন যাত্রাপথ ও পরিবর্তিত সময়সূচি
রাজ্যের পরিবহণ দফতরের একাধিক আধিকারিকদের বক্তব্য, জলপথ পরিবহণের প্রতি মানুষের নির্ভরতা বাড়লে রাস্তায় গাড়ির সংখ্যাও কমবে। সেক্ষেত্রে কমবে দূষণও। সেদিকে লক্ষ রেখে ভবিষ্যতে ই-ভেসেল বা বৈদ্যুতিক জলযান নামানোরও প্রস্তুতি নিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ দফতর সূত্রে খবর, নতুন এই ভেসেলগুলিতে থাকছে বায়ো টয়লেট।
advertisement
এমনভাবে এগুলি বানানো হয়েছে যে, কোনওভাবেই জল দূষিত হবে না। যাবতীয় বর্জ্য জমা হবে একটি চেম্বারে। ঘাটে এসে তা পরিষ্কার করা যাবে।বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় জল পরিবহণ ব্যবস্থাকে সাজাতে একাধিক পরিকল্পনা নিয়েছে পরিবহণ দফতর। এই জলযানগুলি কেনা তারই অঙ্গ। এছাড়া সাজছে জেটিও। ইতিমধ্যে গৌরহাটি, রাসমণি ঘাট, গাদিয়াড়া, আউট্রাম ঘাট, বাঁশবেড়িয়া, দেবীতলার মতো জেটিগুলো নতুনভাবে তৈরি হয়েছে। লেগেছে আলো। বসেছে স্মার্ট কার্ড গেট, বানানো হয়েছে শৌচালয়ও।
advertisement
পরিবহণ দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, হুগলির ত্রিবেণী থেকে দক্ষিণ ২৪ পরগনার নূরপুরের মধ্যে ভেসেলগুলি বিভিন্ন ঘাটের মধ্যে চলাচল করবে। প্রতি অত্যাধুনিক জলযান কিনতে খরচ পড়েছে ১ কোটি ৭০ লক্ষ টাকা। মোট ২০০ কোটি টাকা খরচ হয়েছে এই জলযান কেনার ব্যাপারে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 9:12 AM IST