বিবেক এক্সপ্রেস এ বার সপ্তাহে চার দিন চলবে, জানুন যাত্রাপথ ও পরিবর্তিত সময়সূচি
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Vivek Express: বিবেক এক্সপ্রেসের চলাচল বর্তমান দ্বি-সাপ্তাহিক থেকে সপ্তাহে চার দিনে বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে
কলকাতা : এই বছরের মে মাস থেকে সপ্তাহে চার দিন করে চলবে ভারতের দীর্ঘতম ট্রেন বিবেক এক্সপ্রেস। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ভারতের দীর্ঘতম ট্রেন ১৫৯০৬/১৫৯০৫ (ডিব্রুগড়-কন্যাকুমারী-ডিব্রুগড়) বিবেক এক্সপ্রেসের চলাচল বর্তমান দ্বি-সাপ্তাহিক থেকে সপ্তাহে চার দিনে বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
১৫৯০৬ নং (ডিব্রুগড়-কন্যাকুমারী) বিবেক এক্সপ্রেস ট্রেনটি এখন শনিবার ও মঙ্গলবার করে চলাচল করছে। ৭ মে, ২০২৩ তারিখ থেকে এই ট্রেনটি সপ্তাহে প্রত্যেক শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার চলাচল করবে। একইভাবে ১৫৯০৫ (কন্যাকুমারী-ডিব্রুগড়) বিবেক এক্সপ্রেস ট্রেনটি যা এখন বৃহস্পতি ও রবিবার করে চলাচল করছে, ১১ মে, ২০২৩ তারিখ থেকে এই ট্রেনটি সপ্তাহে প্রত্যেক বুধ, বৃহস্পতি, শনি ও সোমবার করে চলাচল করবে।
advertisement
১৫৯০৬ নং (ডিব্রুগড়-কন্যাকুমারী) বিবেক এক্সপ্রেস ট্রেনটি ডিব্রুগড় থেকে ১৯.২৫ ঘণ্টায় রওনা দিয়ে যাত্রার চতুর্থ দিনে ২২.০০ ঘণ্টায় কন্যাকুমারী পৌঁছায়। ফেরত যাত্রার সময় ১৫৯০৫ (কন্যাকুমারী-ডিব্রুগড়) বিবেক এক্সপ্রেস ট্রেনটি কন্যাকুমারী থেকে ১৭.২০ ঘণ্টায় রওনা দিয়ে যাত্রার চতুর্থ দিনে ২০.৫০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছায়। এই ট্রেনে ১টি এসি টু টিয়ার, ৪টি এসি থ্রি টিয়ার, ১১টি স্লিপার ক্লাস, ৩টি জেনারেল সিটিং, ১টি প্যান্ট্রি কার ও ২টি পাওয়ার কাম লাগেজ রেক-সহ মোট ২২টি কোচ রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : অমিত-আদিত্যর স্বপ্নপূরণ! বিয়ের ৪ বছর পর প্রথম সন্তান আসছে এই সমকামী দম্পতির সংসারে
ভারতীয় রেলওয়ের দীর্ঘতম ট্রেন ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অসমের ডিব্রুগড় থেকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী পর্যন্ত চলাচল করে। যাত্রার সময় ট্রেনটি ৪১৮৯ কিলোমিটার দূরত্ব ভারতের ন'টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে। দূরত্ব ও সময়সীমার ভিত্তিতে ভারতের মধ্যে বর্তমানে এই ট্রেনটি দীর্ঘতম ট্রেন।
advertisement
ট্রেনটির যাত্রাপথে ৫৯টি হল্ট রয়েছে। বিবেক এক্সপ্রেসের প্রথম পরিষেবা শুরু হয় ২০১১ সালের ১৯ নভেম্বর। বিগত ১১ বছর ধরে এই ট্রেনটি নিরলসভাবে জনগণকে পরিষেবা দিয়ে চলেছে। ট্রেনটির যাতায়াতের সময় ও স্টপ অপরিবর্তিত থাকবে। এই ট্রেনের স্টপ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট ও এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 8:46 AM IST