অমিত-আদিত্যর স্বপ্নপূরণ! বিয়ের ৪ বছর পর প্রথম সন্তান আসছে এই সমকামী দম্পতির সংসারে
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gay Couple Pregnancy: আগামী মে মাসে তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। তাঁদের পেটারনিটি ফোটোশ্যুট মন জয় করেছে নেটিজেনদের
নিউ জার্সি : বছর চারেক আগে ইন্টারনেটে ঝড় তুলেছিল অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু জুটি। আমেরিকার নিউ জার্সিতে সনাতনী মতে জমকালো বিয়ের আসরে সাত পাকে বাঁধা পড়েছিলেন দুই পুরুষ। আবার শিরোনামে এই দম্পতি। জানিয়েছেন আগামী মে মাসে তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি।
তাঁদের পেটারনিটি ফোটোশ্যুট মন জয় করেছে নেটিজেনদের। জানিয়েছেন, প্রচলিত ধারা ও রাতিনীতি মেনে তাঁরা সুখবর চাউর করেননি। জানতেন শুধু ঘনিষ্ঠ পাঁচ ছ’ জন। ধৈর্য ধরে গোপন করে রেখেছিলেন।
আদিত্য জানিয়েছেন প্রথম থেকেই তাঁরা সন্তান পেতে চেয়েছেন। প্রথম ডেটে গিয়েই নাকি বিয়ে, সন্তান লাভের কথা আলোচনা করেছিলেন তাঁরা। অনেক সময় এই প্রশ্নে বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু এই প্রসঙ্গই তাঁদের সম্পর্ক মজবুত করেছে বলে দাবি আদিত্যর।
advertisement
advertisement
আরও পড়ুন : ৯৮ বছর বয়সে জেল থেকে মুক্তি, ফেয়ারওয়েলের পর পৌঁছে দেওয়া হল বাড়িতে, রইল মর্মস্পর্শী ভিডিও
ভবিষ্যতে তাঁদের জীবনে কী কী পরিবর্তন আসবে, এই নিয়েই ভেবে চলেছেন দুই যুবক। বাকি সব জুটির মতো তাঁরাও মাদার্স ডে, ফাদার্স ডে এবং বাকি সব ছুটি উদযাপন করেন।
advertisement

পরিবার পরিকল্পনার শুরুতে তাঁরা জানতেনই না কীভাবে এগোবেন। কোথায় কীভাবে কাজ করবেন, কত খরচ-কোনও কিছু নিয়েই তাঁদের ধারণা ছিল না। প্রায় এক বছর ধরে চিন্তা ভাবনা ও আলোচনার পর তাঁরা এগিয়েছেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

advertisement
এক বার প্রক্রিয়া শুরু হতেই ধীরে ধীরে তাঁরা সব কিছু শিখে নিয়েছেন। এই জুটির বিয়ের আয়োজন ছিল প্রায় রূপকথার মতো। তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করে সামাজিক মাধ্যমে আদিত্য লেখেন, "আমার একটা স্বপ্ন ছিল এবং সেটা সত্যি হয়েছে। এখন এটা আমি ভালবাসার সঙ্গে উদযাপন করি। এবং আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রতি মুহূর্তে ধন্যবাদ দিই, আমার কাছে অমিতকে পাঠানোর জন্য।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 8:21 AM IST