৯৮ বছর বয়সে জেল থেকে মুক্তি, ফেয়ারওয়েলের পর পৌঁছে দেওয়া হল বাড়িতে, রইল মর্মস্পর্শী ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ayodhya Jail: জেল থেকে ছাড়া পাওয়ার পর বৃদ্ধকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কেউ আসেননি
অযোধ্যা : অযোধ্যা জেল থেকে মুক্তি পেলেন রাম সুরাত। ৯৮ বছর বয়সি এই ব্যক্তি বন্দি ছিলেন ৫ বছরের কারাদণ্ড পেয়ে। দণ্ডিত হয়েছিলেন ভারতীয় দণ্ডবিধির ৪৫২, ৩২৩ এবং ৩৫২ ধারায়। মুক্তির সময় জেলকর্মীদের কাছ থেকে সংবর্ধনা পেলেন তিনি।
ঘটনার ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। ট্যুইটারে ভিডিওটি পোস্ট করেছেন উত্তরপ্রদেশের ডিজি প্রিজনস। সেখানে দেখা যাচ্ছে অযোধ্যা জেলের জেলাসুপার শশীকান্ত মিশ্র পুত্রবত রাম সুরাতকে বলছেন পুলিশের পক্ষ থেকে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এর পর দেখা যাচ্ছে বৃদ্ধকে গাড়ি পর্যন্ত পৌঁছিয়েও দিচ্ছেন শশীকান্ত।
জানা গিয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার পর বৃদ্ধকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কেউ আসেননি। তাই শশীকান্ত মিশ্র পুত্রবত নিজেই তাঁকে বাড়িতে পাঠানোর বন্দোবস্ত করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : শঙ্করাচার্য মঠে ফাটল, ফাটল চিন সীমান্তগামী সড়কেও, যোশীমঠের বিপর্যয় সামলাতে বৈঠকে PMO
গত বছর ৮ অগাস্ট মুক্তির দিন নির্ধারিত ছিল রাম সুরাতের জন্য। কিন্তু সে সময় তিনি কোভিড আক্রান্ত হওয়ায় তাঁকে ৯০ দিনের জন্য প্যারোলে পাঠানো হয়। মুক্তি পাওয়া বন্দিকে ঘিরে মানবিকতার ভিডিও মন ছুঁয়েছে নেটিজেনদের। ট্যুইটারে ২০০০ বারের বেশি ভিউজ এসেছে। সঙ্গে এসেছে একাধিক মন্তব্যও।
advertisement
परहित सरिस धर्म नहीं भाई . 98 वर्षीय श्री रामसूरत जी की रिहाई पर लेने कोई नहीं आया . अधीक्षक जिला जेल अयोध्या श्री शशिकांत मिश्र पुत्रवत अपनी गाड़ी से घर भेजते हुए . @rashtrapatibhvn @narendramodi @myogiadityanath @dharmindia51 pic.twitter.com/qesldPhwBB
— DG PRISONS U.P (@DgPrisons) January 8, 2023
advertisement
আরও পড়ুন : হাড়কাঁপানো ঠান্ডা, দিল্লিতে অব্যাহত শৈত্যপ্রবাহ, পারদ নামল ১.৯ ডিগ্রিতে
এই বৃদ্ধ বয়সে কেন তাঁকে জেলবন্দি করা হয়েছিল, জানতে উদগ্রীব নেটিজেনরা। বৃদ্ধের কম্পমান হাত দেখে সহানুভূতির স্পর্শ ট্যুইটারেত্তিদের মনে। ৯৮ বছর বয়সি কারাদণ্ডে দণ্ডিত দেখে তাঁদের মনে হয়েছে এতে মানবতার অপমান। অনেকের কথায়, এই সুন্দর মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো শব্দ তাঁর কাছে নেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 7:40 AM IST