SIR: ভোটার তালিকায় নাম আছে, কমিশনের অ্যাপে নেই! চিন্তায় শতায়ু বৃদ্ধা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
SIR: ২০২৪ লোকসভায় বাড়িতে ভোট দিয়েছিলেন তিনি। কিন্তু কমিশনের অ্যাপে সুবর্ণ বালা দেবীর নাম নেই৷ ফলে চিন্তায় সুবর্ণ বালার পরিবার৷
কলকাতা: সুবর্ণ বালা পোদ্দার। বয়স প্রায় ১০০ ছুঁই ছুঁই। ২০০২-২০২৫ সব ভোটার তালিকায় তার নাম রয়েছে। ২০২৪ লোকসভায় বাড়িতে ভোট দিয়েছিলেন তিনি। কিন্তু কমিশনের অ্যাপে সুবর্ণ বালা দেবীর নাম নেই৷ ফলে চিন্তায় সুবর্ণ বালার পরিবার৷
বেলেঘাটা বিধানসভাতে নারকেলডাঙ্গা নর্থ রোড ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবর্ণ বালা। জানা গিয়েছে, ২০২৫ ভোটের তালিকায় ৯৪ নম্বর পার্টে সিরিয়াল নম্বর ১৫৪ নম্বরে তার নাম রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এসআইআর তালিকার কাগজ এসে পৌঁছয়নি বাড়িতে। চিন্তায় রয়েছে পরিবার।
advertisement
advertisement
BlO-র পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশনের অ্যাপে সুবর্ণ বালা দেবীর নাম নেই। এই কারণে ফর্ম নেই শতবর্ষ হতে চলা এই বৃদ্ধার। সুবর্ণ বালা পোদ্দার নিজে বলছেন, আমি ভোট দিতে চাই। আমার নাম যেন তুলে দেওয়া হয়। তবে পরিবারের দাবি এখনও বিএলও থেকে কোনওরকম আশ্বাস পাননি তিনি। তাই দুশ্চিন্তায় রয়েছে তাঁর পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2025 4:17 PM IST

