সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের জোরে রাজ্যে কমেছে দুর্ঘটনা, পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়ছে
Last Updated:
কাজ হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারে। পরিসংখ্যান বলছে, প্রচারের জোরে রাজ্যে কমেছে দুর্ঘটনার সংখ্যা।
#কলকাতা: কাজ হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারে। পরিসংখ্যান বলছে, প্রচারের জোরে রাজ্যে কমেছে দুর্ঘটনার সংখ্যা। দুর্ঘটনা কমাতে বেশ কিছু রাস্তা সংস্কার, আরও সিসিটিভি বসানোর মতো বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। পুলিশের বিরুদ্ধে পরিবহণ ব্যবসায়ীদের তোলা অভিযোগও গুরুত্ব দিয়ে দেখা হবে। পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার।
রাস্তায় ট্রাফিক নিয়ম না মানার প্রবণতা এক সময় মারাত্মক বেড়ে যায়। তাই শুরু হয় সেফ ড্রাইভ সেভ লাইফ। তার প্রচার এবার আরও ছড়িয়ে দিতে চায় প্রশাসন।
-- গুরুত্বপূর্ণ রাস্তায় সিসিটিভি
advertisement
-- লেজার স্পিডগান
-- ব্রেথ অ্যানালাইজার টেস্ট
-- স্পেশাল নাকা চেকিং
-- রাতে চালকদের চা-জল সরবরাহ
advertisement
-- চালকদের চক্ষু পরীক্ষা
প্রশাসনের এমন উদ্যোগে কমেছে দুর্ঘটনার সংখ্যা।
সাল দুর্ঘটনা জখম মৃত্যু
২০১৬ ১৩৫৮০ ১১৮৫৯ ৬৫৪৪
২০১৭ ১১৭০৫ ১০৪৭০ ৫৬২৫
মঙ্গলবারও পথদুর্ঘটনাকে কেন্দ্র করে মালদহের কালিয়াচকে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বহু ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে নাকা চেকিংয়ের নামে তোলাবাজি ও জুলুমের অভিযোগ ওঠে। তাই এবার নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।
advertisement
রাস্তা সংস্কার ও সিসিটিভির সর্বোচ্চ ব্যবহারেই দুর্ঘটনা কমানো সম্ভব বলে মনে করেন পুলিশকর্তারা।
দুর্ঘটনা কমাতে উন্নত সিগনালিং সিস্টেম ও দুর্ঘটনাপ্রবণ অঞ্চলে মেগা কন্ট্রোল রুম তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2018 5:37 PM IST