কলকাতা: বেলেঘাটার এক যুবতীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর। হাসপাতালের অব্যবস্থা ও চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর আত্মীয়দের ক্ষোভের মুখে পড়লেন হাসপাতাল কর্তৃপক্ষ। পৌঁছল পুলিশও।
জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে এক যুবতীকে নিয়ে তাঁর পরিবারের লোকজন NRS হাসপাতালে যান। গত শনিবার থেকেই পেটে ও বুকে তীব্র যন্ত্রণায় ভুগছিলেন বেলেঘাটার সরকার বাজারের ওই যুবতী। রোগীর আত্মীয়দের অভিযোগ, রাতে এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ইমার্জেন্সি থেকে গাইনো ডিপার্টমেন্টে শিফট করা হয় তাঁকে। রোগীর পরিবারের অভিযোগ, সেখানে তাঁদের মেয়ে ঠিকমতো চিকিৎসা পায়নি। রাতে গাইনো ডিপার্টমেন্টে যুবতীর বৃদ্ধা মাকে তাঁর ট্রলি টেনে নিয়ে যেতে হয়। কারণ, ওয়ার্ডে সাহায্য করার জন্য নাকি কেউই ছিলেন না। এমনকি, জুনিয়র ডাক্তারও ঠিকভাবে রোগীকে দেখেননি বলে জানান তাঁর পরিজনেরা।
আরও পড়ুন: লকেট-দেবশ্রীর তর্কাতর্কিতে সরগরম দিল্লি! দুই নেত্রীর কীর্তিতে পদ্ম শিবিরে তীব্র অস্বস্তি
সকালে সিনিয়র ডাক্তার রোগীকে দেখে তাঁর আত্মীয়দের জানান, তাঁদের মেয়ের অবস্থার অবনতি হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই রোগীণির। তবে, অভিযোগ, এর পরে নাকি রোগীর পরিবারের কাছে রাতের পরিবর্তে সকালে রোগীকে ভর্তি করানো হয়েছে বলে বয়ান লিখিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তা করতে রাজি না হওয়ায় কাগজপত্র আটকে রাখার ঘটনাও ঘটে বলে জানান রোগীর আত্মীয়রা। এই ঘটনার পরেই শুরু হয় বিক্ষোভ।
আরও পড়ুন: মহিলাদের রূপ ধরে রাখতে অব্যর্থ গাধার দুধ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানেকা গান্ধির টোটকা
ঘটনাস্থলে পৌঁছয় এন্টালি থানার পুলিশ। তবে পুলিশের তরফেও কোনওরকম সাহায্য করা হয়নি বলে অভিযোগ করা হয় রোগীর আত্মীয়দের। গোটা ঘটনার লিখিত আকারে অভিযোগ জমা করা হয়েছে হাসপাতালের সুপারের কাছে। এন আর এস হাসপাতালের সুপার ইন্দিরা দের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "গোটা ঘটনাটি আমার কানে এসেছে, তবে আমি তাদের লিখিত অভিযোগ জমা করতে বলেছি। তাদের অভিযোগ আমার কাছে এলেই আমি রোগীর আত্মীয় এবং চিকিৎসকদের ডেকে গোটা ঘটনা সম্পর্কে জানব, সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে হাসপাতালের তরফে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: NRS Medical College