locket Chatterjee | Debashree Chowdhuri: লকেট-দেবশ্রীর তর্কাতর্কিতে সরগরম দিল্লি! দুই নেত্রীর কীর্তিতে পদ্ম শিবিরে তীব্র অস্বস্তি

Last Updated:

রায়গঞ্জের প্রাক্তন সাংসদের দাবি, এই সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেছিলেন তিনিই। এমনকী, দলের আইটি সেলের সভাপতি অমিত মালব্যর সঙ্গে ফোনে কথা বলে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেন বলে দাবি তাঁর। দেবশ্রীর অভিযোগ, তাঁর এত উদ্যোগ বিফলে গিয়েছে। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'নোংরা' রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি।

নয়াদিল্লি: নয়াদিল্লিতে দলের সদর দফতরে এ কী কাণ্ড! দুই বিজেপি নেত্রীর বচসায় সরগরম হয়ে উঠল বিজেপির মূল কার্যালয়। ঘটনার সূত্রপাত সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে। রাম নবমীর পর পর পশ্চিমবঙ্গে হওয়া হিংসার ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে যান বঙ্গ বিজেপির চার নেতানেত্রী। জগন্নাথ সরকার, খগেন মুর্মু, লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরী। সাংবাদিক সম্মেলনে বেশিরভাগ সময়েই কথা বলেন লকেট চট্টোপাধ্যায়। আর তাতেই ক্ষুব্ধ হন দেবশ্রী।
রায়গঞ্জের প্রাক্তন সাংসদের দাবি, এই সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেছিলেন তিনিই। এমনকী, দলের আইটি সেলের সভাপতি অমিত মালব্যর সঙ্গে ফোনে কথা বলে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেন বলে দাবি তাঁর। দেবশ্রীর অভিযোগ, তাঁর এত উদ্যোগ বিফলে গিয়েছে। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'নোংরা' রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি।
যদিও তাঁকে শান্ত করার চেষ্টা করেন লকেট। তিনি দেবশ্রী চৌধুরীকে বলেন,  "আপনি শান্ত হোন। আমাকেও ফোন করে সাংবাদিক সম্মেলন করতে বলেছিলেন অমিত মালব্য। নাহলে আমি আসব কেন?" বিষয়টি গুরুতর জায়গায় পৌঁছলে সেখানে উপস্থিত অন্যান্য নেতা কর্মীদের হস্তক্ষেপ পরিস্থিতি শান্ত হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: মহিলাদের রূপ ধরে রাখতে অব্যর্থ গাধার দুধ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানেকা গান্ধির টোটকা
রামনবমীর পর পর অশান্তির ঘটনায় বিজেপি ও তৃণমূল চাপানউতোর অব্যাহত। হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়াতে রবিবারের অশান্তির ঘটনার উল্লেখ করার পাশাপাশি শনিবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ে কয়লা কারবারি রাজু ঝা-কে খুন করার বিষয়টিও তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এই অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জি জানান সুকান্ত মজুমদার।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া চমক বিজেপি-র! চন্দ্রকোণায় 'নো ভোট টু মমতা' টি-শার্টের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী
এর আগেও একাধিকবার আইন শৃঙ্খলার প্রশ্নে দিল্লির দ্বারস্থ হয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। রবিবার সেই একই অভিযোগ করে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন সুকান্ত। রাম নবমীতে হিংসাত্মক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন লকেট চট্টোপাধ্যায়। বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
locket Chatterjee | Debashree Chowdhuri: লকেট-দেবশ্রীর তর্কাতর্কিতে সরগরম দিল্লি! দুই নেত্রীর কীর্তিতে পদ্ম শিবিরে তীব্র অস্বস্তি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement