Nrs Hospital: পোড়া, ক্ষত বা অস্ত্রোপচারের ক্ষত সারাবে প্লাসেন্টা! পথ দেখাচ্ছে NRS হাসপাতাল

Last Updated:

Nrs Hospital: Plasenta আসলে কী? গর্ভাশয়ের ভেতরে এক প্রকার টিস্যু যেখান থেকে ডিম্বক সৃষ্টি হয়।

এনআরএস-এ শুরু ট্রায়াল
এনআরএস-এ শুরু ট্রায়াল
ওঙ্কার সরকার, কলকাতা :  বর্তমানে কেমিক্যাল এবং ওষুধের মাধ্যমে দিয়ে চিকিৎসা করা হয় ক্ষত, পোড়া জায়গা অথবা অস্ত্রোপচারের। কিন্তু এবার ক্ষতস্থান সারিয়ে তুলতে ব্যবহার হবে PLACENTA। গবেষণায় দেখা গিয়েছে, ক্ষত স্থান বা পোড়া স্থান সারিয়ে তুলতে অনবদ্য কাজ করে PLACENTA। এবার তারই ট্রায়াল শুরু হতে চলেছে নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে।
Plasenta আসলে কী? গর্ভাশয়ের ভেতরে এক প্রকার টিস্যু যেখান থেকে ডিম্বক সৃষ্টি হয়। যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃকোষে ভ্রূণ ক্রমবর্ধমান এবং মাতৃ জরায়ুর টিস্যুর সাথে যুক্ত থাকে ও সমন্বয় সাধন করে তাকে অমরা বা গর্ভফুল বলে। Placenta কে সামান্য প্রসেস করে তৈরি করা হবে আমকপ্লাস্ট। সেই আমকোপ্লাস্ট ব্যবহার করেই  ক্ষত স্থান দ্রুত সারিয়ে তোলা সম্ভব হবে।
advertisement
advertisement
জানা গিয়েছে, গোটা দেশে পুরো ৫ টি হাসপাতাল মিলিয়ে মোট ২০৪ জন মানুষের ওপর এই ট্রায়াল করা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গে এন আর এস হাসপাতালে ৩০ জনের উপর হবে এই ট্রায়াল। ট্রায়ালের পদ্ধতি হিসেবে ৬৮ জন করে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ৬৮ জনকে দেওয়া হবে বর্তমান স্ট্যান্ডার্ড কেয়ার। অপর ৬৮ জনকে দেওয়া নতুন প্লাসেন্টা পদ্ধতি। বাকি ৬৮ জনকে স্ট্যান্ডার্ড কেয়ারের পাশাপাশি দেওয়া হবে placenta পদ্ধতি। পুরো ট্রায়ালের সময়সীমা হবে ৪ সপ্তাহ। ট্রায়ালের  জন্যে ক্ষত হবে ৫ স্কয়ার সেন্টিমিটার ১০ স্কয়ার সেন্টিমিটার এবং ডেপ্থ হতে হবে ৪ মিলিমিটার।
advertisement
এই ট্রায়ালের প্রসঙ্গে নীলরতন  সরকার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী জানান," এই placenta এর সঙ্গে কিছু মিশিয়ে আমরা দেখছি ক্ষত স্থান দ্রুত সারিয়ে নেওয়া যায় কিনা।  সেই ট্রায়ালই আমরা শুরু করছি।" এবিষয় ভ্যাকসিন ট্রায়াল ফেসিসিলেটর স্নেহেন্দু কোনার জানান, "Placenta মূলত ফেলে দেওয়ার হয়। তবে এবার ভারতবর্ষের একটি কোম্পানি সেটা ব্যবহার করে ক্ষত স্থান নির্মূল করানোর ভাবনা নিয়েছে। প্রথম ট্রায়ালে মোটামুটি ভালই ফল হয়েছে। এবার সরকারি হাসপাতালে শুরু হবে ট্রায়াল।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nrs Hospital: পোড়া, ক্ষত বা অস্ত্রোপচারের ক্ষত সারাবে প্লাসেন্টা! পথ দেখাচ্ছে NRS হাসপাতাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement