উৎসবের মরশুমেও আতঙ্ক কাটছে না বো-ব্যারাকের, আশ্বাস দিলেন মেয়র

Last Updated:

হাতেগোনা কয়েক ঘন্টা পরই উৎসবে মাতবে বোব্যারাক। অন্যবারের থেকে এবারে মন নেই এলাকার বাসিন্দাদের।

Susovan Bhattacharjee
#কলকাতা: রাজ্যে চলছে এনআরসি-সিএএ মিছিল। কেউ বিরোধী আবার কেউ সমর্থনে। ঠিক যখন উৎসবের মরসুম বোব্যারাকে তখনই যেন এক অজানা আতঙ্ক। এখানে সবার বাস বহুদিন ধরেই, তারপরেও আতঙ্ক! আতঙ্ক হল বাসস্থান হারানোর। হাতেগোনা কয়েক ঘন্টা, তারপরই আলোর ঝলক, গান, অফুরন্ত কেক।
সবই আছে বো ব্যারাকে, শুধু নেই অন্য বারের মত এবারে আনন্দ। সোমবার ছিল তারই প্রস্তুতির একটি দিন ৷ রোজের মত বউবাজারের বো ব্যারাক ছিল তার ছন্দে। হঠাৎ দেখা গেল রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরাদ হাকিমকে। সবাই দেখে প্রথমে চমকে গেলেও পরে বুঝে যান তাঁদের আশ্বাস দিতে হাজির পুরসভার মেয়র। তিনি গিয়ে বিভিন্ন কথার মধ্যে বুঝে যান সবার মত তাঁদেরও আতঙ্কের কথা। শুনেই তাঁর সাফ কথা, এ রাজ্যে সিএএ বা এনআরসি হতে দেবেন না। এই কথা বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীর মুখে শুনলেও এবার খোদ মেয়রের উপস্থিতিতে এই বার্তায় অনেকটাই স্বস্তি বোধ করলেন ফিলিক্স, আলেকজান্ডাররা। সোমবার জেলায় এই প্রচার করেন তৃণমূলের নেতারা। মেয়র নিজে এলাকায় গিয়ে ছোট্ট বার্তায় অনেকটা স্তস্তি দিলেন বো ব্যারাকে। ফিরাদ হাকিমের সঙ্গে বিভিন্নকথায় তিনি জানিয়ে দিলেন অনেক বছর পর এলেন বোব্যারাকে ৷ ছোটবেলায় এই জায়গা তিনি আসতেন। ক্রিসমাসে উৎসবের মরসুমে আতঙ্ক কাটল মন্ত্রী-মেয়রের কথায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উৎসবের মরশুমেও আতঙ্ক কাটছে না বো-ব্যারাকের, আশ্বাস দিলেন মেয়র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement