CID : নাম পাল্টে মাছের ব্যবসা ও ডানলপে লিভ ইন, অবশেষে সিআইডি-র জালে বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী ম্যাক্সন

Last Updated:

CID : তার বিরুদ্ধে ১১ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অভিযোগ, নূর ম্যাক্সন এদেশে এসে তমাল চৌধুরী নামে পাসপোর্ট বানায়।

কলকাতা : সিআইডি হাতে ধৃত বাংলাদেশি কুখ্যাত দুষ্কৃতী নূর নবী প্রকাশ ম্যাক্সন ওরফে তমাল চৌধুরীকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সিআইডি হাতে। ধৃতর বিরুদ্ধে প্রায় সতেরোটি মামলা রয়েছে বাংলাদেশের বিভিন্ন থানায়। তার বিরুদ্ধে ১১ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অভিযোগ, নূর ম্যাক্সন  এদেশে এসে তমাল চৌধুরী নামে পাসপোর্ট বানায়। সিআইডি সূত্রে খবর, পাসপোর্টটির ২০২১ সালের ১৫ জুলাই থেকে ২০৩১ সালের ১৪ জুলাই পর্যন্ত ভ্যালিডিটি ছিল।
সিআইডি সূত্রে খবর, নূরের বিরুদ্ধে বাংলাদেশের পাঁচলাইস থানা, বায়োজিদ বোস্তামি থানা, চান্দগাঁও থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত নূর বাংলাদেশ থেকে পালিয়ে যায় ওমানে। ওমানে রং মিস্ত্রির কাজ করতো। কিন্তু বছর কয়েক আগে ওখানে তার সঙ্গী সারওয়ার ধরা পড়ার পর ওমান এয়ারপোর্ট থেকে পালিয়ে যায় নূর। প্রথম লকডাউনের সময়ে সে চলে আসে কলকাতায় নিউ মার্কেট এলাকায়। এখানে এসে নাম বদলে তমাল চৌধুরী নাম নিয়ে থাকতে শুরু করে। নিউ মার্কেটে মাছ বিক্রি করত সে।সিআইডি সূত্রে খবর,  ধৃতর বাড়িতে তল্লাশি করে ও জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে এর সঙ্গে টেরোরিস্ট গ্রুপের কোনো যোগাযোগ আছে কিনা। কারণ, জানা গিয়েছে এর আগে বাংলাদেশের এক সেমি টেরোরিস্ট গ্রুপ-এর সঙ্গে যুক্ত ছিল ম্যাক্সন৷
advertisement
আরও পড়ুন : সম্রাজ্ঞী হয়েও এই কারণেই উজ্জ্বল প্রসাধনী ছেড়ে আপন করেছিলেন সাদা শাড়িতে হিরের দ্যুতিকে
সিআইডি-র জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসে৷ তমাল চৌধুরী পরিচয় মাধ্যমগ্রামে এক মহিলা সঙ্গে তার পরিচয় হয়। ওই মহিলার সঙ্গে লিভ ইন করত পর  বি টি রোডের ডানলপ এলাকায়৷ সাত হাজার টাকা ভাড়া দিয়ে থাকছিল তারা। সিআইডি সূত্রে খবর, বাংলাদেশে অস্ত্র ডিলার ছিল ম্যাক্সন। এছাড়াও ধৃতের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক থানায় তোলাবাজি, অস্ত্র আইন, হুমকি, বিস্ফোরকে দ্রব্য আইন, খুনের চেষ্টা, ডাকাতি  লুঠ, খুনের চেষ্টা,-সহ একাধিক ধারায় মামলা রয়েছে বাংলাদেশে।
advertisement
advertisement
আরও পড়ুন : আম, জাফরান সুবাসিত গাজরের হালুয়া এবং আশা ভোঁসলের তৈরি শাম্মি কাবাব ছিল সুরসম্রাজ্ঞীর পছন্দের শীর্ষে
বাংলাদেশে RAB তাকে হন্যে হয়ে খুঁজছিলো। আর সে কারণে ওমানে সে পালিয়ে যায়। কিন্তু কিছুদিনের পর সেখানে তার সঙ্গী সারওয়ার ধরা পড়ে। তখন ম্যাক্সন পালিয়ে আসে ভারতে। প্রসঙ্গত, শুক্রবার বাংলাদেশে কুখ্যাত দুষ্কৃতী  নূর উন লতিফ নবী ওরফে তমাল চৌধুরীকে সিআইডি গ্রেপ্তার করে। এই নূরের একাধিক নাম রয়েছে। সিআইডি সূত্রে খবর,নূর উন লতিফ নবী ওরফে ম্যাক্সন ওরফে সারওয়ার ম্যাক্সন  ।
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা,  পাসপোর্ট ( তমাল চৌধুরী নামে ), ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড-সহ একাধিক নথি। বাংলাদেশে ‘মোস্ট ওয়ান্টেড’ এই  কুখ্যাত দুষ্কৃতীকে বাংলাদেশে RAB বহু বছর ধরে খুঁজছিলো। শেষ পর্যন্ত সিআইডি এসওজি আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CID : নাম পাল্টে মাছের ব্যবসা ও ডানলপে লিভ ইন, অবশেষে সিআইডি-র জালে বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী ম্যাক্সন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement